আমফানের জেরে রাজ্যের টেলি যোগাযোগ কার্যত মুখ থুবড়ে পড়েছিল। ইন্টারনেট থেকে বেশ কিছু বেসরকারি সার্ভিস প্রোভাইডারদের নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়েছে। সেই পরিস্থিতি নিয়ে সোমবার বৈঠক করলেন ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পান্ডে। বৈঠক শেষে তিনি জানালেন, টেলিকম সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছি। ওদের অসুবিধার কথা শুনেছি। সরকারের তরফ থেকে ওদেরকে ১৫দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সমস্যা না মিটলে তখন ব্যবস্থা নিতে বাধ্য হবে সরকার। সাধন এর সঙ্গেই জানান, সরকারের এখন নতুন চ্যালেঞ্জ পরিযায়ী শ্রমিক। প্রায় ১৯ লক্ষ শ্রমিক রাজ্যে ফিরে আসছেন। তাঁদের সকলকে ১০০দিনের কাজ দেওয়া সম্ভব নয়। ফলে তাদের জন্য কাজ তৈরি করাটা রাজ্যের চ্যালেঞ্জ।
