Tuesday, January 13, 2026

কোভিড মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইনের ট্রায়াল ফের শুরুর অনুমতি দিল হু

Date:

Share post:

মাত্র এক সপ্তাহের মধ‍্যেই আগের নির্দেশ বদল করে করোনাভাইরাসের চিকিৎসায় ফের হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের ট্রায়াল চালু করার অনুমতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। গত ২৫ মে হু ঘোষণা করেছিল, এই ওষুধ ব‍্যবহারে সাধারণ মানুষের শারীরিক অসুবিধা হতে পারে, এমন সম্ভাবনার ভিত্তিতে আপাতত বন্ধ করা হোক অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার। কিন্তু বিশ্বের বহু বিজ্ঞানী এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলতেই আগের অবস্থান বদল করল হু। নিজেদের জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়ে হু জানিয়ে দিল, এই ওষুধের পরীক্ষামূলক ব‍্যবহার বা ট্রায়াল থামানোর কোনও কারণ পাওয়া জায়নি।

প্রসঙ্গত, কোভিডের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে ‘ল্যানসেট’ মেডিক্যাল জার্নালে গত মাসে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল। তাতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের এই ওষুধ দিলে তাঁদের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যাচ্ছে। একথা প্রকাশিত হওয়ার পরে হু এই নিষেধাজ্ঞা জারি করেছিল। হু-এর ডিরেক্টর জেনারেল ট্রেডস আডানম ঘেব্রেইসাস জানিয়েছিলেন, দুনিয়াজুড়ে বিভিন্ন দেশে কোভিডের চিকিৎসার জন্য যে সলিডারিটি ট্রায়াল গ্রুপ তৈরি হয়েছে, অর্থাৎ যাঁরা স্বেচ্ছায় বিভিন্ন ওষুধের ট্রায়ালে রাজি হয়েছেন, তাঁদের হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কারণ এই সংক্রান্ত এক্সিকিউটিভ গ্রুপ সমস্ত সেফটি ডেটা বিবেচনা করে দেখছে। অর্থাৎ যাঁদের এই ওষুধ দেওয়া হয়েছে, তাঁদের শরীরে ড্রাগের কী ধরনের প্রভাব পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বাকি ওষুধগুলোর ট্রায়াল চলছে। কিন্তু আশঙ্কার সপক্ষে যথেষ্ট প্রমাণ না মেলায় শেষ পর্যন্ত স্থগিতাদেশ তুলে নিল হু।

spot_img

Related articles

অন্যায়ভাবে নাম কাটলে অভিযোগ করুন: SIR নিয়ে নবান্নে তোপ মুখ্যমন্ত্রীর, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

অন্যায়ভাবে নাম বাদ! SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

উত্তরপ্রদেশে জ্যাকেটের ভিতর সাপ নিয়ে হাসপাতালে আক্রান্ত: রোগীকে চিকিৎসা ‘অস্বীকার’

কোন সাপ কামড়েছে, বোঝাতে জ্যাকেটের মধ্যে সাপ ভরে নিয়ে এলেন এক রিক্সাচালক। উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) মুহূর্তে চাঞ্চল্য শুরু...

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...