বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যার নিরিখে গতকালই ইতালিকে টপকে ষষ্ঠ স্থানে উঠে এসেছিল ভারত। আর তারপর রাতারাতি একদিনের মধ্যে স্পেনকেও টপকে গেল। ফলে করোনা আক্রান্তের সংখ্যায় ভারতের স্থান এখন পঞ্চম। শনিবার রাত পর্যন্ত ভারতে ২ লক্ষ ৪৩ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। তবে আশার কথা একটাই। সংক্রমণ লাফিয়ে বাড়লেও করোনায় মৃত্যুর হার এখনও অনেকটাই কম এদেশে।

ভারতের মত বিপুল জনসংখ্যার দেশে সংক্রমণ ছড়াতে শুরু করলে যে ভয়ানক হয়ে উঠতে পারে সেই আশঙ্কা আগেই ছিল। লকডাউনের শর্ত শিথিল হওয়ার পর থেকে ক্রমশ তার প্রমাণ পাওয়া যাচ্ছে। করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যার নিরিখে ইতালির পর এবার স্পেনকেও টপকে গেল ভারত। শনিবার রাত পর্যন্ত ভারতে ২ লক্ষ ৪৩ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।

আমেরিকার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড ট্র্যাকার অনুযায়ী, স্পেনে কোভিড আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪১ হাজারের কিছু বেশি। ভারত সেই সংখ্যাকে টপকে গিয়েছে। গোটা বিশ্বে যে দেশগুলি কোভিডে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে তার মধ্যে এখনও শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৯ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। তার পর রয়েছে ব্রাজিল। সেখানে ৬ লক্ষ ১৪ হাজার মানুষ এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ব্রাজিলের পরে রয়েছে রাশিয়া। আর তার পরেই যথাক্রমে ব্রিটেন ও ভারত। বিশেষজ্ঞদের আশঙ্কা, জুনের মাঝামাঝি ভারতে এই বৃদ্ধির হার আরও অনেকটাই বেড়ে যাবে।
