Thursday, January 1, 2026

কেন্দ্রের টাকায় নির্বাচনী ফান্ড তৈরি করছে তৃণমূল! ফের বিস্ফোরক দিলীপ

Date:

Share post:

ফের বিস্ফোরক রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। ফের একবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তুললেন তিনি। আজ, রবিবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলীপ ঘোষ বলেন, আমফান মোকাবিলায় বোঝা গিয়েছে এখনও পর্যন্ত কলকাতার সবচেয়ে অসফল এবং অযোগ্য মেয়র ফিরহাদ হাকিম। এদিন তিনি কটাক্ষ করে বলেন, “মেয়র বলছেন সাত দিনের আগে জল বিদ্যুৎ চাইবেন না। মানে সাত দিন বেঁচে থাকুন, তারপর জল দেব।”

এখানেই শেষ নয়। সুর চড়িয়ে রাজ্য সরকারকে ভ্রষ্টাচারী, স্বৈরাচারী, অযোগ্য সরকার বলে ভৎসনা করেন দিলীপ ঘোষ। তিনি এদিন বলেন, “এই রকম সরকার আগে এই রাজ্যে কেউ কখনও দেখেনি। এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষের ভোটে জিতে আসা তৃণমূলের ২১১ জন নেতার মধ্যে শুধুমাত্র দু-জনকে দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা প্রশাসক প্রধান ছাড়া আর কাউকেই দেখা গেল না।”

তবে এদিন সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি করেন দিলীপ ঘোষ। শাসক দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, “কেন্দ্রের পাঠানো ত্রাণের টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনী ফান্ড তৈরি করছে।”

পুরসভায় ১০০ শতাংশ কাজে যোগ দেওয়া নিয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেন, লকডাউন ওঠার পর থেকে এখনও পর্যন্ত বাসের ভাড়া ঠিক হয়নি। বাস কতবার, কতদূর চলবে তা পর্যন্ত জানা যায় নি। অথচ ১০০% কর্মীকে নিয়ে পুরসভা চলবে। এটা কী করে সম্ভব! তিনি এই ব্যাপারেও সরকারকে কটাক্ষ করে বলেন, বাস দিতে পারছেন না যখন গাড়ি দিতে পারছেন না যখন, তাহলে একটা করে সবুজ সাথীর সাইকেল দিক রাজ্য। যাতে মানুষগুলো অন্তত সাইকেল চালিয়ে কাজে আসতে পারে। অথবা থাকার ব্যবস্থা করে দিক রাজ্য সরকার।

একইসঙ্গে বিজেপি সভাপতি ফিরহাদ হাকিমের গুজরাতের করোনা আক্রান্তের প্রসঙ্গ নিয়ে পাল্টা বলেন, গুজরাতের থেকে খারাপ অবস্থা এই রাজ্যের। এখানে কোনও লকডাউনই মানা হয়নি। জনতা কারফিউ ঠিকঠাক পালন করা হয়নি। কিছুই বিধিনিষেধ মানা হয়নি।

spot_img

Related articles

শুদ্ধ শহরে জল খেয়ে মৃত ৭: কোথায় ক্ষতিপূরণ, প্রশ্নেই মেজাজ হারালেন বিজয়বর্গীয়

দেশের সবথেকে পরিছন্ন শহরের তকমা। তারপরেও সেখানেই শুধুমাত্র সরকারি পরিষেবার পানীয় জল খেয়ে অসুস্থ সাধারণ মানুষ। মৃত্যু হয়েছে...

দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

বিশ্বের সব প্রান্তে যখন নতুন বর্ষবরণের আনন্দ, সেই সময়ে দেশের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি (President of...

বিদায় ২০২৫, নতুন বছরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছাবার্তা অভিষেকের

পুরনো বছরের পাতা উল্টে নতুন বছরে পা দেওয়ার মুহূর্তে শুভেচ্ছাবার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

আয়নায় মুখ দেখুন! অনুপ্রবেশ-দুর্নীতি-নারী নিরাপত্তা ইস্যুতে শাহকে পাল্টা জবাব তৃণমূলের

রাজ্যের অনুপ্রবেশ, দুর্নীতি ও নারী নিরাপত্তা— এই তিন ইস্যু নিয়ে অমিত শাহকে (Amit Shah) পাল্টা কড়া জবাব দিল...