হাসপাতালের বেড: কেজরির সিদ্ধান্ত খারিজ করলেন দিল্লির উপরাজ্যপাল

হাসপাতালের বেড শুধুমাত্র দিল্লিবাসীর জন্যই সংরক্ষণের যে সিদ্ধান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

কেজরিওয়াল ঘোষণা করেছিলেন, সোমবার তা খারিজ করে দিলেন উপরাজ্যপাল অনিল বৈজল। হাসপাতাল-বেড সংরক্ষণ নিয়ে এ বার সংঘাত বাড়ল কেজরিওয়াল আর বৈজলের। রবিবার সাংবাদিক বৈঠক কেজরি বলেছিলেন, সীমানা খুলে দেওয়া হলেও দিল্লির হাসপাতালের শয্যা শুধুমাত্র দিল্লিবাসীদের জন্যই সংরক্ষিত থাকবে। এ বিষয়ে গত সপ্তাহেই দিল্লিবাসীর মতামত জানতে চেয়েছিলেন কেজরি। ৯০ শতাংশের সমর্থন পাওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান কেজরি৷ কেজরিওয়ালের ওই সিদ্ধান্ত, সোমবারই বাতিল করে দিলেন বৈজল। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষগুলির উদ্দেশে এক নির্দেশ জারি করে উপ-রাজ্যপাল বলেছেন, জাতীয় রাজধানী অঞ্চলের অধিবাসী নন, এই কারণে যাতে কোনও করোনা রোগী চিকিৎসা থেকে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করতে হবে।

Previous articleসোমবার কলেজ স্ট্রিটে ভেঙে পড়ল বাড়ি
Next articleঅনুব্রত ঠান্ডা হয়ে যাবে এক ওষুধেই! কী দাওয়াই সাংসদ সৌমিত্রর