লকডাউন কাটিয়ে মঙ্গলবার থেকে খুলে গিয়েছে পাহাড়ের সব হোটেল। কিন্তু এখনই পাহাড়ে পর্যটকদের স্বাগত জানাচ্ছে না জিটিএ। জিটিএ তরফে জানানো হয়েছে, দার্জিলিং জেলার সব হোটেল খুলে গেলও এখনই পাহাড়ে পর্যটকদের উঠতে দেওয়া হবে না।

একটানা বন্ধ থাকায় অনেক হোটেলকর্মী বাড়ি ফিরে গিয়েছেন। তার মধ্যেই খোলা হচ্ছে পাহাড়। মার্চ থেকে জুন পাহাড়ে পর্যটকদের ভরা মরশুম। কিন্তু এবছর করোনার থাবায় লকডাউনে পর্যটক শূন্য ছিল পাহাড়। দূষণ কমে যাওয়ায় অনে দূর থেকে কাঞ্চনজঙ্ঘা নজরে পড়লেও, মাথায় হাত পড়ে পর্যটন ব্যবসায়ীদের। হোটেল কর্মীদের বেতন দিতে অসুবিধা হওয়ায় হোটেল খুলতে চাইছিল না মালিকপক্ষ। এমনকী তারা জুলাই মাস থেকে হোটেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে দার্জিলিঙের জেলাশাসক এস পুন্নমবলম-সহ জিটিএ চেয়ারম্যান অনীত থাপা হোটেল ওনার্স অ্যাসোশিয়েসনের সঙ্গে বৈঠক করেন। তারপরেই মঙ্গলবার থেকে হোটেল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।
সেইমতোই এদিন দার্জিলিঙের সব হোটেল খোলা হয়। যদিও জিটিএ-র তরফে এখনই পাহাড়ে পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
