Thursday, August 28, 2025

রেলের টিকিট কেটে না চাপলে দাম মেটাতে হবে সাংসদদেরই

Date:

Share post:

রাজ্যসভার সাংসদদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রেল মন্ত্রক। রাজ্যসভার কোনও সাংসদ এবার থেকে যদি রেলের টিকিট কেটে যাত্রা না করেন তাহলে সাংসদকেই টিকিট বাতিল করতে হবে, নতুবা টিকেটের দাম দিতে হবে।

কেন? রাজ্যসভার সচিবালয়ের কাছে বারবার অভিযোগ আসছিল একসঙ্গে অনেকগুলি টিকিট কেটে রাখছেন রাজ্যসভার সাংসদরা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত তাঁরা ট্রেনে যাত্রা করছেন না। আবার টিকিট বাতিল না করায় সেই আসন অন্য যাত্রীদেরও বিক্রি করতে পারছে না রেল। খরচ দিতে হচ্ছে রেলমন্ত্রককে। সরেজমিনে তদন্ত করে এই ঘটনার প্রমাণ পেয়েছেন রেল কর্তারা। তারপরেই এই সিদ্ধান্ত।

নিয়ম অনুযায়ী সব সাংসদই রেল সফরের জন্য প্রথম শ্রেণির এসি পাস পান। তিনি দেশের যে কোনও প্রান্তে সফর করতে পারেন। সাংসদের এক সহকারিও এসি টু টায়ারে বিনামূল্যে সফর করতে পারেন। সাংসদের স্ত্রীও ট্রেন সফরের ক্ষেত্রে সাংসদের সমান সুবিধা পান। ২০১৯-২০ আর্থিক বছরে রাজ্যসভাকে ৪ কোটির বিল পাঠিয়েছিল রেলমন্ত্রক। টিকিটের দামের এক-তৃতীয়াংশ রাজ্যসভাকে দিতে হয়। রাজ্যসভার চাইতে লোকসভার বিল প্রায় তিন গুণ বেশি হওয়ার কথা। রাজ্যসভার বাজেট থেকে এই অপচয় কমানোর অনুরোধ করা হয়েছে। যে টিকিটগুলি ব্যবহার করা হবে না সেগুলো বাতিল করে দিতে বলা হয়েছে। সচিবালয় তাই নির্দেশ দিয়েছে সাংসদরা টিকিট ক্যানসেল না করলে সেই খরচ তাদেরই মেটাতে হবে। এর আগে রাজ্যসভার চেয়ারম্যান খরচ কমাতে সাংসদদের বিদেশ সফর বাতিল করেছিলেন এবং নতুন গাড়ি কেনার পর এক বছরের নিষেধাজ্ঞা লাগু করেন।

spot_img

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...