Monday, November 17, 2025

চাকরি সাব- ইন্সপেক্টরের, বিদেশ থেকে বার্মা টিক উড়িয়ে এনে তৈরি করিয়েছেন আসবাব

Date:

Share post:

চাকরি পুলিশের সাব- ইন্সপেক্টরের৷ নাম অনুপ পাল৷ ছোট মাপের এক ঘুষ-কাণ্ডের তদন্তকারী অফিসার ছিলেন৷ তদন্ত শুরু করার পর ওই অনুপ পালের বিরুদ্ধেই অভিযোগ ওঠে ঘুষ নেওয়ার৷ সেই অভিযোগের তদন্তে নামে কলকাতা পুলিশের ACB বা দুর্নীতি দমন শাখা৷ তদন্তে নেমে চক্ষু চড়কগাছ ACB অফিসারদের৷ অনুপবাবু মাস মাইনে যা পান, তাতে বিদেশ থেকে বার্মা টিক উড উড়িয়ে এনে ড্রেসিং টেবিল, খাট-পালঙ্ক কিংবা ওয়ারড্রোব বানানো সম্ভব নয়। কিন্তু তদন্তে তেমন তথ্যপ্রমানই পাওয়া গিয়েছে৷

বছর দুয়েক আগে ভয়াবহ এক ডাকাতি হয় রানাঘাটের এক কো-অপারেটিভ ব্যাঙ্কে। ওই সময় অনুপবাবু সেখানেই কর্মরত ছিলেন। তাঁকেই দেওয়া হয়েছিলো ডাকাতির তদন্তভার। অপরাধীদের খোঁজে তল্লাশিতে নেমে এক সন্দেহজনক ব্যাক্তিকে ডেকে পাঠান অনুপ। অভিযোগ, সেই সন্দেহভাজনকে বলা হয়, ডাকাতির ঘটনায় নাম জড়িয়েছে। বাঁচতে হলে টাকা দিতে হবে। এই হুমকিতেও কিন্তু ওই ব্যক্তি ভেঙে পড়েননি। চলে যান দুর্নীতি দমন শাখায়। লিখিত অভিযোগ জানান৷ ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। সেই অভিযোগের ভিত্তিতেই পাকড়াও করা হয় অনুপবাবু ও তাঁর এক সহযোগীকে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু হয়। তদন্তের পর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এসিবি।

সূত্রের খবর, চার্জশিটে বলা হয়েছে, অনুপবাবুর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় নগদ ১১ লক্ষ টাকা। বেনামে থাকা আরও পাঁচটি সম্পত্তির হদিশ মেলে। মিলেছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য৷ এসব নাকি কিছুই নয়, তদন্তকারীরাই বিস্মিত হয়েছেন, অনুপের বাড়ির আসবাবপত্র দেখে। সেগুলি পরীক্ষা করনো হয় বিশেষজ্ঞদের এনে। ড্রেসিং টেবিল, ওয়ারড্রব, খাট সহ বিভিন্ন সামগ্রী পরীক্ষা করেন তাঁরা। বাড়ির ইন্টেরিয়র ডেকোরেশনে ব্যবহার হয়েছে বার্মা টিক উড। সেই কাঠ আনানো হয়েছে বিদেশ থেকে৷ এক একটি আসবাব তৈরি করতে খরচ পড়েছে আট থেকে দশ লাখ।

অভিযুক্ত সাব-ইন্সপেক্টর অনুপ পালের কীর্তিতে মাথা ঘুরে গিয়েছে কলকাতা পুলিশের ৷

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...