মধ্যরাতে মহানগরের রাজপথে মত তরুণীকে নিয়ে এর আগেও নাজেহাল হয়েছে পুলিশ। এমনকী পুলিশকর্মীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। মঙ্গলবার রাতে রেড রোডে ফের একবার সমস্যায় পড়লেন পুলিশকর্মীরা। মধ্যরাতে মত্ত এক তরুণী অর্ধনগ্ন অবস্থায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন বলে জানতে পারেন টহলরত পুলিশকর্মীরা। মহিলা পুলিশকর্মী নিয়ে গিয়ে তাঁকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়। কিন্তু কিছুতেই তাঁকে রাজি করাতে পারছিলেন না তাঁরা। উল্টে মহিলা পুলিশকর্মীদের হাত ছাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করেন ওই তরুণী। শেষপর্যন্ত বিস্তর টানাপোড়েনের শেষে তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ।

তরুণীকে ময়দান থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ২০১০ সালে পদ্মপুকুরের বাসিন্দা ওই তরুনীর বাবা মারা যান। মা ও ভাইয়ের সঙ্গে থাকেন তিনি। মঙ্গলবার, ময়দান এলাকায় কোথাও বসে তিনি তাঁর পুরুষ সঙ্গীর সঙ্গে মদ্যপান করেন। তারপরে নেশাগ্রস্ত হয়ে সেখানেই ব্যাগ ফেলে অর্ধনগ্ন অবস্থায় রেড রোড ধরে হাঁটা শুরু করেন। পথচারীরা পুলিশে খবর দিলে, কর্তব্যরত পুলিশকর্মীরা সেখানে যান। কিন্তু সঙ্গে মহিলা পুলিশ না থাকায় তাঁকে উদ্ধার করা যায়নি। পরে মহিলা পুলিশ গিয়ে ওই তরুণীকে বেশ কিছুক্ষণ ধ্বস্তাধ্বস্তির পর উদ্ধার করে থানায় নিয়ে যায়। পদ্মপুকুরে তরুণীর পরিবারের সঙ্গেও দেখা করেছে পুলিশ। কেন এমন ঘটনা ঘটলো সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
