Friday, November 7, 2025

তুফানগঞ্জের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, ফুলে উঠেছে সব নদী

Date:

Share post:

গত ২৪ ঘণ্টায় কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে বলে। প্রশাসনিক সূত্রে খবর, ২৪ ঘণ্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ ৩২৪.৪০ মিলিমিটার। বৃষ্টিপাতের কারণে রীতিমতো ফুলে-ফেঁপে উঠেছে তুফানগঞ্জ সংলগ্ন সব কয়টি নদী। তার মধ্যে রায়ডাক এক, মরা রায়ডাক, বুড়া রায়ডাক নদীতে বন্যা পরিস্থিতি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বক্সিরহাট, রামপুর এলাকার প্রায় ৪০০ বাড়ি জলমগ্ন। বাড়িঘর ছেড়ে প্রচুর মানুষ রাস্তায় উঠেছেন। একই সঙ্গে জলের নীচে তলিয়ে গিয়েছে কয়েকশো বিঘা কৃষি জমি। লাগাতার জল বাড়ছে নদীগুলিতে।

তুফানগঞ্জের পাশাপাশি কোচবিহারে ৯৮ মিলিমিটার, মাথাভাঙ্গা ১৩৫ মিলিমিটার, দিনহাটায় ৭৭ মিলিমিটার, মেখলিগঞ্জে ১৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
কোচবিহার জেলা সেচ দফতর সূত্রে জানানো হয়েছে, জেলার প্রায় সবকটি নদী জলস্ফীতি সীমারেখায় রয়েছে। এখনও পর্যন্ত লাল সতর্কতায় কোন নদী পৌঁছয়নি। তবে বৃষ্টি চলতে থাকলে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, গোটা জেলার বন্যা পরিস্থিতির উপরে প্রশাসনিক ভাবে নজর রাখা হয়েছে। প্রতিটি ব্লক, পঞ্চায়েত সমিতি এবং জেলাপরিষদ কেউ প্রস্তুত থাকতে বলা হয়েছে। কোথাও কোনো রকম পরিস্থিতি তৈরি হলে প্রশাসনিক ভাবে তা মোকাবিলা করা হবে। ইতিমধ্যেই ত্রাণ মজুত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত বন্যার রিলিফ ক্যাম্প করার প্রয়োজন হয়নি। বিভিন্ন স্কুলকে চিহ্নিত করা রয়েছে, প্রয়োজন হলে বন্যা কবলিত এলাকার মানুষদের সেখানে নিয়ে আসা হবে।
বৃষ্টিপাতের কারণে কৃষি জমি তলিয়ে যাওয়ার ফলে ক্রমাগত কৃষিজাত পণ্য কাঁচামাল এবং সবজির দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে জেলাজুড়ে। ইতিমধ্যেই সবজির দাম সাধারণের তুলনায় বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে।

spot_img

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...