আমফানের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে রাজ্যের বেশ কিছু এলাকা। তার জেরে ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য। এবার সেই ক্ষতিপূরণের তালিকায় নাম না থাকার জেরে বিক্ষোভ তারকেশ্বরে।

ক্ষতিপূরনের তালিকায় নাম না ওঠায় পঞ্চায়েত সদস্যা ও তাঁর স্বামীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের।ঘটনা তারকেশ্বরের রামনগর গ্রাম পঞ্চায়েতের ক্ষেমনপুর এলাকায়।গ্রামবাসীদের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তদের নাম না পাঠিয়ে সদস্য তার ঘনিষ্ঠদের নাম পাঠিয়েছে ব্লকে।গতকাল ব্লক অফিস থেকে গ্রামে পরিদর্শনে আসেন আধিকারিকরা। এরপর জানা যায় যেসব বাড়ির কোনও ক্ষতি হয়নি সেসব বাড়ি পরিদর্শন করেছেন তাঁরা। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর আজ সকাল থেকেই উত্তপ্ত তারকেশ্বর।

পঞ্চায়েত সদস্যার, দাবি তিনি কোনোভাবেই বেছে বেছে নাম পাঠাননি।যারা ক্ষতিগ্রস্ত তাঁদের নাম পাঠানো হয়েছে।
