Monday, November 17, 2025

চিনের দালাল ওলি নজর ঘোরাতে এবার ভারতের দিকে আঙুল তুলছেন!

Date:

Share post:

ভারতের সঙ্গে নেপালের সুদীর্ঘ সামাজিক- সাংস্কৃতিক সখ্যের ইতিহাস ও দুদেশের শান্তিপূর্ণ সহাবস্থানকে নস্যাৎ করে চিনের পুতুল হয়ে কাজ করছেন নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। চিনের দালালি করে একদিকে চিনের সঙ্গে নেপালের সীমান্ত করিডরকে উন্মুক্ত করছেন অার অন্যদিকে ভারতের উত্তরাখণ্ডের তিনটি জায়গাকে একতরফা নেপালের সঙ্গে যুক্ত দেখিয়ে দেশের নয়া মানচিত্রের পক্ষে আইন পাশ করিয়েছেন। ক্ষমতা কুক্ষিগত করতে নেপাল কমিউনিস্ট পার্টির নেতা ওলি ভারতের সঙ্গে পায়ে পা দিয়ে ঝামেলা পাকানোর তাল খুঁজছেন। আর তাঁর এই দায়িত্বজ্ঞানহীন অাচরণের পিছনে চিনা কমিউনিস্ট পার্টির ইন্ধন স্পষ্ট। এবার সেই ওলি দাবি করেছেন, তাঁকে নেপালের ক্ষমতা থেকে সরাতে ভারত পরিকল্পনামাফিক চক্রান্ত শুরু করেছে। দিল্লিতে এই নিয়ে নানারকম ষড়যন্ত্রও চলছে। যদিও কীভাবে তা হচ্ছে তার সপক্ষে কোনও যুক্তি দিতে পারেননি ওলি। জানা গিয়েছে, তাঁর নিজের দলেই নেপালের প্রভাবশালী নেতা প্রচণ্ড সহ সংখ্যাগরিষ্ঠ সদস্যের তোপের মুখে পড়ে সহানুভূতি তৈরির চেষ্টায় ভারতকে কাল্পনিক শত্রু খাড়া করেছেন চিনের হাতের পুতুল ওলি।

ঘটনা হল, ভারতের এলাকা জুড়ে নেপালের নতুন মানচিত্র প্রকাশ করে জাতীয়তাবাদের হাওয়া তুলতে চাইলেও নেপালের প্রধানমন্ত্রীর আচরণে বিরক্ত তাঁর নিজের দলের নেতারাই। নেপাল কমিউনিস্ট পার্টিতে ওলির প্রতিদ্বন্দ্বী প্রচণ্ড তাঁর বিরুদ্ধে দলকে এড়িয়ে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ এনেছেন। ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টাও তাঁরা ভাল চোখে দেখছেন না। এর পাশাপাশি ভারতের উপর নির্ভরতা কমিয়ে চিনের সঙ্গে গলাগলির পথে হাঁটার নীতি নিয়ে দেখা যাচ্ছে নেপালের বহু জায়গা ধীরে ধীরে চিন দখল করে নিয়েছে। বর্তমানে চিনের দালাল ওলি তা স্বীকার করতে না চাইলেও তাঁরই সরকারের কৃষিমন্ত্রক এই তথ্য ফাঁস করেছে। নেপালের জমি চিন দখল করার তথ্য সামনে অাসার পর যখন নেপালি কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তখন সহানুভূতির তাস খেলতে ওলি দিল্লির দিকে আঙুল তুলছেন। তাঁর অভিযোগ, দিল্লিতে বসে তাঁর সরকারে অস্থিরতা তৈরির চক্রান্ত হচ্ছে। কিন্তু ভারতের দিকে আঙুল তুলে নেপালি প্রধানমন্ত্রী নিজের কৃতকর্মের দায় কতদিন এড়িয়ে থাকতে পারেন তাই এখন দেখার।

 

spot_img

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...