ভারতে করোনা সংক্রমণ নিয়ে বিস্ফোরক অভিযোগ বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণের গত ফেব্রুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকে করোনা সংক্রমণ ছড়ানোর জন্য দায়ী করেন অনুব্রত। এর পাশাপাশি, পরিকল্পনাহীন লকডাউন ও পি এম কেয়ার তহবিল নিয়ে প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করেন তিনি। বুধবার বীরভূমের রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের বুথ কর্মী সম্মেলন ছিল। উপস্থিত ছিলেন বোলপুর সাংসদ অসিত মাল, বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, জেলা তৃণমূল সহ-সভাপতি অভিজিৎ সিংহ, স্থানীয় পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য নেতৃত্ব।

বীরভূমের জেলা সভাপতি অভিযোগ করেন, “ভারতে করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর জন্য একমাত্র দায়ী নরেন্দ্র মোদি। গত 24 ফেব্রুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে আসেন। গুজরাটের আহমেদাবাদে মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে যোগ দেন। সঙ্গে ছিলেন কমপক্ষে 3 হাজার সফরসঙ্গী। তাঁরাই ভারতে করোনাভাইরাস ছড়িয়ে গিয়েছে”।
পাশাপাশি, লকডাউন ঘোষণার আগে যদি পাঁচ দিন ট্রেন চালানো যেত তাহলে ভিন রাজ্যে কর্মরত মানুষজন নিজের বাড়ি ফিরে যেতে পারতেন। কিন্তু নরেন্দ্র মোদি তা করলেন না। ফলে বহু মানুষকে হেঁটে বাড়ি ফেরার যাওয়ার চেষ্টা করেন। যদিও বাংলা থেকে কোন মানুষকে এইভাবে যাওয়ার জন্য ভাবতে হয়নি। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য সুষ্ঠু হবে থাকা-খাওয়ার ব্যবস্থা করেছিলেন। এছাড়া করোনা তহবিলের নামে পি এম কেয়ার ফান্ড গঠন করেছিলেন। সেটাও তিনি সঠিকভাবে ব্যবহার করছেন না।
প্রতি রাজ্যে মোদি এইমস হাসপাতাল করে দেবে বলেছিলেন, কিন্তু কিছুই করোনি বলে অভিযোগ করেন অনুব্রত।
