Saturday, August 23, 2025

জুম’কে টেক্কা দিতে একগুচ্ছ ফিচার-সহ ভিডিও কলিং অ্যাপ ‘জিয়োমিট’

Date:

Share post:

মুকেশ আম্বানির জিও দিচ্ছে একের পর এক চমক। এবার ‘জুম’ অ্যাপকে টেক্কা দিতে চলে এসেছে জিও’র ‘জিয়োমিট’। বৃহস্পতিবার সন্ধে থেকে জিওর নতুন ভিডিও কনফারেন্সিং অ্যাপ ‘জিয়োমিট’ পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকওএস-এর পাশাপাশি ওয়েবেও। এই অ্যাপের সাহায্যে একটানা ২৪ ঘণ্টা কথা বলা যাবে। আর এই সুবিধা মিলবে একেবারে বিনামূল্যে।

জিও-র তরফ থেকে জানানো হয়েছে, এইচডি কোয়ালিটির অডিয়ো ও ভিডিয়ো কলে একই সময়ে ১০০ জন কথা বলতে পারবেন। সেই সঙ্গে রয়েছে স্ক্রিন শেয়ারিং বা মিটিং শিডিউল করার মতো ফিচার। বৃহস্পতিবার সন্ধে থেকে এই ভিডিও কনফারেন্সিং অ্যাপ পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকওএস-এর পাশাপাশি ওয়েবেও। ইতিমধ্যেই এর বিটা টেস্টিংও হয়ে গিয়েছে বলে জানিয়েছে জিও।

‘জিয়োমিট’ অ্যাপের সুবিধা সম্পর্কে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই অ্যাপের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং চালানো যাবে বিনামূল্যে ২৪ ঘণ্টাই।

প্রাইভেসি বজায় থাকছে এই অ্যাপে?

গ্রাহকদের সুরক্ষার দিকটিও মাথা রেখেছে জিও। প্রাইভেসি বজায় রাখতে এই অ্যাপ চালু করতে হলে ইমেল আইডি ছাড়াও মোবাইল নম্বর দিয়ে সাইন-আপ করতে হবে। সেই সঙ্গে সংস্থার দাবি, সুরক্ষা বাড়াতে সব মিটিংই থাকবে পাসওয়ার্ডের ব্যবস্থা। আগে থেকেই মিটিং শিডিউল করা ছাড়াও এক দিনে একাধিক ভিডিও কনফারেন্সের সুবিধাও মিলবে জিয়োমিট-এ। মিটিংয়ে ‘হোস্ট’-এর অনুমতি ছাড়া ঢোকা যাবে না। এবং ব্যবহারকারীকে ‘ওয়েটিং রুম’-এ রাখতে পারবে ‘হোস্ট’। পাশাপাশি, এক ক্লিকেই তৈরি করা যাবে গ্রুপ, শুরু করা যাবে
কলিং-চ্যাট। একই সঙ্গে যে কোনও পাঁচটি ডিভাইসে ব্যবহার করা যাবে জিয়োমিট। এক ডিভাইস থেকে লগআউট না করেই অন্য ডিভাইসেও চালানো যাবে এটি। ‘সেফ ড্রাইভিং মোড’ ছাড়ও ডাবল ট্যাপ করে এই অ্যাপটি স্ক্রিনে এক্সপ্যান্ড করা যাবে বলেও সংস্থা সূত্রে খবর। পাশাপাশি, কোনও সিঙ্গল মোবাইল স্ক্রিনে জুমের মতো একসঙ্গে চার জনের বদলে সর্বাধিক ন’জন পর্যন্ত ব্যবহারকারীকেও দেখা যাবে।

নো ‘জুম’, এখন শুধুই ‘জিয়োমিট’ অ্যাপ।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...