আটজন পুলিশকে মেরে উধাও হয়ে যাওয়া কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবেকে ধরতে বড় অপারেশন শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এরই মধ্যে বুধবার সকালে ঘটনার আরেক অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত হল। কানপুরের কাছে হামিরপুরে বিকাশের ডান হাত বলে পরিচিত ঘনিষ্ঠ সহযোগী অমর দুবেকে এদিন সকালে এক এনকাউন্টারে মারল পুলিশ। কানপুরের বিকরু গ্রামে আট পুলিশকে খুনের ঘটনার দিন এই যুবককে বিকাশের বাড়ি থেকেই গুলি ছুঁড়তে দেখা গিয়েছিল। তার বিরুদ্ধেও এফআইআর হয়। এদিকে বিকাশকে ধরতে পুলিশি অভিযানে বড় সূত্রের হদিশ মিলেছে। পুলিশ খুনের পর পালিয়ে হরিয়ানার এক হোটেলে লুকিয়ে ছিল বিকাশ। সেই হোটেলের সিসি ক্যামেরার ছবি পুলিশের হাতে এসেছে। পুলিশ আসার আগেই সেই হোটেল থেকে গা ঢাকা দেয় এই দুষ্কৃতী। তবে তার তিন শাকরেদ আপাতত পুলিশের জালে।
