দুই বিশিষ্ট বাঙালির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ জুলাই জন্মদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর। একইসঙ্গে এদিন বিসিসিআই প্রেসিডেন্ট তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। সকলেই নিজের অফিশিয়াল ফেসবুক পেজে জ্যোতি বসুর জন্মদিনে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

এরপর টুইটারে সৌরভকে শুভেচ্ছা জানান। লেখেন, “সৌরভ গাঙ্গুলীকে জন্মদিনের আন্তরিক অভিনন্দন। ক্রীড়া জগতে আপনার বিপুল অবদান। সুস্থ থাকুন, ভালো থাকুন। বরাবরই রাজনৈতিক সৌজন্যের নজির রেখেছেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিককালেও বিরোধী দলের নেতা-নেত্রীরা ভাইরাস সংক্রমিত হলে, তাঁদের খোঁজ নিয়েছেন। দ্রুত আরোগ্য কামনা করেছেন। জন্মদিনের শুভেচ্ছা জানাতেও সেই সৌজন্যে ত্রুটি হল না মমতার। জ্যোতি বসু জীবিত থাকাকালীনও তাঁর বাড়িতে গিয়ে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Greetings @SGanguly99 on your birthday! Your contribution to field of sports in India has been immense. Praying for your good health & wish you the best for your endeavours.
সৌরভ গাঙ্গুলীকে জন্মদিনের আন্তরিক অভিনন্দন। ক্রীড়া জগতে আপনার বিপুল অবদান।সুস্থ থাকুন, ভালো থাকুন।
— Mamata Banerjee (@MamataOfficial) July 8, 2020