বাম আমলে পঞ্চায়েতে ১০০ ভাগ দুর্নীতি ছিল: ত্রাণ-দুর্নীতি নিয়ে মন্তব্য মমতার

আমফানের ত্রাণ বণ্টন নিয়ে দু-একটা জায়গার ঘটনাকে বড় করে দেখানোর চেষ্টা করছে বিরোধীরা। বারবার সেগুলিকে নিয়ে চর্চা করে চলেছে তারা। অথচ বাম আমলে পঞ্চায়েতে ১০০% ভাগই দুর্নীতি ছিল- হাজরা ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ অনুষ্ঠানে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, “এখন কোথাও কোথাও ৭-৮ শতাংশ হচ্ছে। আমি আমার পার্টিকেও ছেড়ে কথা বলিনি। পুলিশ অ্যাকশন নিচ্ছে।”

মুখ্যমন্ত্রী বলেন, দু’তিনটি জায়গায় ছোট ঘটনা নিয়ে রাজনীতি করছে বিরোধীরা। “৯০ শতাংশ দুর্নীতি কমিয়েছি”- দাবি মমতার।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “একদিনে সবার অভ্যেস যায় না। আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয় না”। মমতা বলেন, অন্যান্য রাজ্যে ৯০% দুর্নীতি হয়। আর এই রাজ্যে মাত্র ১০% দুর্নীতির খবর পাওয়া যায়।

Previous articleসৌরভের রাজনীতিতে আসা নিয়ে ডোনার বিস্ফোরণ, চাঞ্চল্য রাজনৈতিক মহলে
Next articleসুসংবাদ : গত ১১ মাসে সবথেকে সস্তা গ্যাসের দাম