অপেক্ষার অবসান। জল্পনার শেষ। অবশেষে প্রকাশিত হতে চলেছে ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের ফলাফল। সবকিছু ঠিকঠাক থাকলে এই করোনা আবহের মধ্যেই সম্ভবত এ সপ্তাহেই প্রকাশ করা হবে মাধ্যমিকের ফল। পর্ষদ সূত্রে এখনও পর্যন্ত যা খবর, তাতে খুব সম্ভবত আগামী ১৫ জুলাই, বুধবার অথবা তার আশেপাশে দু’একদিনের মধ্যে ফল প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা। অর্থাৎ, প্রায় সাড়ে চার মাসেরও বেশি সময় পর প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। এবং ঠিক কবে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল, সেটা মঙ্গলবার জানিয়ে দিতে পারে পর্ষদ।

অনলাইনেই প্রকাশিত হবে ফলাফল। নির্দিষ্ট ওয়েব সাইট লিঙ্ক দেওয়া হবে ফলাফল জানার জন্য। একইসঙ্গে মোবাইলে সংশ্লিষ্ট নম্বরের মাধ্যমে মেসেজ করে ফল জানতে পারবেন পড়ুয়ারা।
পর্ষদ সূত্রে আরও খবর, মাধ্যমিকের ফল প্রকাশের পর মার্কশিট ও সার্টিফিকেট বন্টন নিয়েও বিশেষ নির্দেশিকা জারি করা হতে পারে। সেক্ষত্রে এই করোনা আবহের মধ্যে যাতে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই মার্কশিট ও সার্টিফিকেট বিলি হতে পারে স্কুল থেকেই।

উল্লেখ্য, এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। যা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। তখনও পর্যন্ত করোনা সংক্রমণ এ দেশে বা রাজ্যে সেভাবে মাথাচাড়া দেয়নি। কিন্তু তার পরের পরিস্থিতি সকলের জানা। খুব স্বাভাবিক ভাবেই বিলম্ব হয় মাধ্যমিকের ফল প্রকাশের। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে।
