বিজেপি সভাপতি জে পি নাড্ডা আসলে আইটি সেলের ট্রোল রিংয়ের নেতা। বক্তা তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। ডেরেকের অভিযোগ, বিজেপির সর্বভারতীয় সভাপতি ভুয়ো খবর ছড়াচ্ছেন। নাড্ডা ভুয়ো খবর ছড়ানোর প্রতিযোগিতায় নেমেছেন। আপনি আজেবাজে না বকে মৃতের পরিবারের পাশে দাঁড়ান। ডেরেক বলেন, প্রতিটা মৃত্যুই ট্র্যাজেডি এবং দুঃখের। কিন্তু তা নিয়ে রাজনীতি কেন? নাড্ডার অভিযোগ, বিজেপি বিধায়ক হেমেন্দ্রনাথ রায়কে খুন করে ঝুলিয়ে দেওয় হয়েছে। আর এর পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেস। তার জেরেই এ কথা বলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা।
