Monday, January 12, 2026

বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে, তৃণমূলও ভাঙ্গবে, জানালেন বিজয়বর্গীয়

Date:

Share post:

পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে এবং তারপরই তৃণমূল ভাঙ্গবে৷

আর ইঙ্গিত নয়, এবার স্পষ্টভাবেই বিজেপির এই পরিকল্পনার কথা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়৷ তিনি এ রাজ্যের ভারপ্রাপ্ত বিজেপির পর্যবেক্ষকও৷

এক সাক্ষাতকারে বিজয়বর্গীয় বলেছেন, এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলেই তৃণমূল ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে৷ তৃণমূলের অসংখ্য সাংসদ, বিধায়ক, এমনকী একাধিক মন্ত্রীও বিজেপিতে যোগ দিতে তৈরি হয়ে আছেন৷ অপেক্ষা করুন, একুশের ভোটের আগেই সরকার ভাঙ্গবে, এনারাও দল ছাড়বেন”৷ একুশের নির্বাচনের আগেই এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন যে নিশ্চিত, এবার সেকথা জানালেন বিজেপি’র এই নেতা৷
বিজয়বর্গীয় বলেছেন, “বাংলায় এমন কোনও জেলা নেই যে জেলা থেকে তৃণমূলের নেতা, বিধায়করা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন না৷ প্রতিটি জেলার তৃণমূল কর্মীরা দলে দলে বিজেপিতে আসতে চাইছেন,যোগাযোগ করছেন৷”

আরও একধাপ এগিয়ে বিজেপির অন্যতম এই শীর্ষনেতা বলেছেন, “প্রতিদিন তৃণমূলের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা আমাদের হাতে রাজ্য সরকারের অজস্র দুর্নীতির তথ্য তুলে দিচ্ছেন৷ ওনারা দিচ্ছেন বলেই তো আমরা জানতে পারছি যে দুর্নীতিতে ডুবে আছে তৃণমূল সরকার৷”

কেন রাষ্ট্রপতি শাসন জারি করার পরই তৃণমূলের মন্ত্রী, সাংসদ, বিধায়করা বিজেপিতে যোগ দিতে চাইছেন, তার কারন ব্যাখ্যা করে বিজয়বর্গীয় বলেছেন, ” তৃণমূল বাংলায় হুমকি, সন্ত্রাস আর পুলিশরাজ চালাচ্ছে৷ বিজেপির সঙ্গে যে নেতা বা কর্মী যোগাযোগ রাখছেন, তাদের উপর হামলা হচ্ছে, খুন করা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে৷ রাষ্ট্রপতি শাসন জারি হলে তৃণমূল আর এভাবে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না৷ তখনই শুরু হবে ওই দলের বিপর্যয়, ভাঙ্গন৷” তিনি দৃষ্টান্ত পেশ করে বলেছেন, ” যতদিন মুকুল রায়, অর্জুন সিং-রা তৃণমূলে ছিলেন ততদিন ভালো লোক ছিলেন৷ বিজেপিতে যোগ দেওয়ার পরেই খারাপ হয়ে গেলেন৷ একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে৷ পরিস্থিতি এমনই যে সাংসদ অর্জুন সিং লোকসভার স্পিকারকে চিঠি লিখে আশঙ্কা প্রকাশ করেছেন, যে কোনও মুহুর্তে তিনি খুন হতে পারেন৷ তৃণমূল অস্ত্র আর পুলিশের সাহায্যে সরকার টিঁকিয়ে রাখতে চাইছে৷ রাষ্ট্রপতি শাসন জারি হলে এই ভীতি কেটে যাবে৷ বাংলায় গণতন্ত্র ফিরে আসবে৷”

বিজয়বর্গীয় এছাড়াও বলেছেন :

◾হেমতাবাদের বিজেপি বিধায়কের রহস্যমৃত্যুর তদন্ত শেষের আগেই মুখ্যমন্ত্রী বলছেন, উনি আত্মহত্যা করেছেন৷ আমরা CBI তদন্ত চাই৷ রাজ্য রাজি না হলে বিজেপি আদালতে যাবে৷ রাজ্যপালের রিপোর্ট পেলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সক্রিয় হবে৷

◾ করোনা- মহামারি নিয়ন্ত্রণে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ ৷ কেন্দ্র বার বার বললেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সাহায্য নিচ্ছেন না৷ কেন্দ্রীয় দলকে পর্যন্ত আটকানো হচ্ছে৷ মহামারি প্রায় রাজ্যে নিয়ন্ত্রণে এসেছে, বাংলায় হচ্ছে না৷ করোনায় এই মৃত্যুর জন্য দায়ী তৃণমূল সরকার৷ অথচ বাংলার সাধারণ মানুষকে হত্যা করছে তৃণমূল৷

◾আমফান মোকাবিলায় কেন্দ্র হাজার কোটি টাকা দিয়েছে৷ সেই টাকা তৃণমূল নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে৷ ধরা পড়ে এখন ফর্ম ছাপিয়ে টাকা ফেরতের নাটক করছে৷ সব কিছুর তদন্ত হবে৷ সব ধরা পড়বে৷

◾ সৌরভ গঙ্গোপাধ্যায় দেশের রত্ন৷ ওনার সঙ্গে রাজনৈতিক কোনও কথা এখনও হয়নি৷ তবে ওনার মতো মানুষ বিজেপিতে এলে দলের উপকার হবে৷

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...