অতিমারি আবহে বন্যা অসমে। ক্রমেই ভয়াবহ হচ্ছে রাজ্যের পরিস্থিতি। সাধারণ মানুষের পাশাপাশি অসহায় অবস্থা বন্যপ্রাণীদের। বাসস্থান চলে গিয়েছে জলের তলায়। কার্যত অনাহারে দিন কাটছে। ইতিমধ্যেই আশ্রয়ের খোঁজে মরিয়া হরিণের একটি দলের ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয় বাসিন্দার বাড়িতে ঢুকে খাটের উপরে আশ্রয় নিয়েছে একটি বাঘ, এমন ছবিও দেখা গিয়েছে। বন্যার জেরে ১০০টিরও বেশি পশু প্রাণ হারিয়েছে বলে খবর। রাজ্য সরকার জানিয়েছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও টাইগার রিজার্ভ, বোকাহাটে ১২৯ টি পশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে ১৪ টি গন্ডার, ৫ টি বুনো মহিষ, ৮ টি বুনো শুকর, ২ টি জলাভূমির হরিণ, ৯৯ টি বন্য হরিণ, ১ টি পাইথন।
