Sunday, May 4, 2025

হাসপাতাল থেকে পলাতক ভাইরাস আক্রান্ত রোগী, দেহ উদ্ধার হল ঝোপ থেকে!

Date:

Share post:

সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বাগবাড়ি হাসপাতালে গাফিলতি অভিযোগ করেছিলেন ওই প্রৌঢ় । এরপর সংক্রমণ নিয়েই হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। তার একদিন পর ওই হাসপাতাল থেকে ৫০০ মিটার দূরে একটি ঝোপে উদ্ধার হয় রোগীর দেহ। প্রয়াগরাজের এই হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। তাঁদের অভিযোগ, কোভিড ওয়ার্ডে রোগী নিগ্রহের শিকার হয়েছিলেন। তাই পালাতে বাধ্য হয়েছিলেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কতৃপক্ষ।

সিসিটিভিতে ধরা পড়েছে হাসপাতাল থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছেন ওই রোগী।

জানা গিয়েছে, মৃত ব্যক্তি স্বরূপরানী নেহরু হাসপাতালের লেভেল-৩ কোভিড ইউনিটে ভর্তি হয়েছিলেন। শুক্রবার উপসর্গ নিয়ে সেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এদিকে, পরিবারের তরফে তোলা অভিযোগের সত্যতা বিচারে একটা অডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। সেই ক্লিপে শোনা গিয়েছে, রোগী শারীরিক সমস্যা নিয়ে উপস্থিত স্বাস্থ্যকর্মীদের কাছে দরবার করলেও, কেউ তাঁকে পাত্তা দেয়নি। ওই প্রৌঢ়কে বলতে শোনা গিয়েছে, “আমার মুখ শুকিয়ে গিয়েছিল। ভেন্টিলেটরের জন্য দমবন্ধ লাগছিল। উপস্থিত কয়েকজনকে সাহায্যের জন্য বলেছি, কেউ কথা কানে তোলেননি।”
অন্যদিকে একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। তাতে দেখা গিয়েছে, শনিবার বিকেল ৪.৩০টা নাগাদ সেই হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন। ঠিক তার ত্রিশ সেকেন্ড পরেই কয়েকজনকে তাঁর পিছনে দৌড়তে দেখা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ তরফে বলা হয়েছে, সেই রোগীর পিছনে যাঁরা দৌড়েছিলেন তাঁরা হাসপাতালের কর্মী। তাঁকে আটকানোর চেষ্টা করেছিলেন।
হাসপাতালের প্রধান চিকিৎসক এসপি সিং জানিয়েছেন, রোগীর জ্বর ও শ্বাসকষ্ট ছিল। ওর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল। কিন্তু হঠাৎ তিনি ওয়ার্ড ছেড়ে পালান। পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

spot_img
spot_img

Related articles

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...