Tuesday, August 26, 2025

লঙ্কা ২৫০ টাকা, সবজি বাজারেও আগুন, বাঙালির হেঁশেল লকডাউনের পথে

Date:

Share post:

লঙ্কাকাণ্ড ! কাঁচা লঙ্কায় হাত দিলেই হাত পুড়ছে। খুচরো বাজারে ২৫০-৩০০ টাকা কেজি৷ কোলে মার্কেটে ৭দিন আগেও ৫০-৬০ টাকা কেজিতে লঙ্কা পাইকারি বিক্রি হয়েছে। সেই লঙ্কার পাইকারি দর আজ ১২০-১৪০ টাকা কেজি। নবান্ন ফতোয়া দিয়েছে, আলু ২৫ টাকা কেজিতে বিক্রি করতে হবে৷ কোন বাজারে এই দামে আলু মিলছে জানা নেই, আমরা তো দেখছি জ্যোতি ৩০-৩২ টাকা, চন্দ্রমুখী ৩৬-৩৮ টাকা৷

আলু বা কাঁচালঙ্কাই শুধু নয়, টমেটো, ঢ্যাঁড়শ, পটল,ঝিঙে, বেগুন,
কুমড়ো, করলা সব, সব
সবজির দাম এখন ঊর্ধ্বমুখী৷ আমদানি নির্ভর সবজি-র দর বৃদ্ধির একটা কারন থাকতে পারে, কিন্তু বাকি সবজির দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কেন ?
পাইকারি বিক্রেতাদের বক্তব্য, আরও বাড়বে আগামী দিনে। লঙ্কার দাম ঊর্ধ্বমুখী হওয়ার ব্যাখ্যাও আছে তাদের কাছে৷ বর্ষা ও গরমে বাংলায় লঙ্কার উৎপাদন কম হয়। তখন নির্ভর করতে হয় ইউপি , বিহার ও ঝাড়খণ্ডের লঙ্কার ওপর। এই নির্ভরতা এবছর অনেক বাড়বে৷ কারন আমফানের জন্য দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, ভাঙ্গড়, ক্যানিং অথবা উত্তর ২৪ পরগনার বসিরহাটে লঙ্কাচাষের অনেক ক্ষতি হয়েছে৷ তাই ভিনরাজ্যের লঙ্কার উপর নির্ভর করতে হবে৷ আর সেই লঙ্কার দাম চড়া হবেই৷

এসব যুক্তি যতই সঙ্গত হোক, মহামারির কোপে বিপর্যস্ত বাঙালির হেঁশেল তো তা শুনবে না৷ এমনিতেই এখন সপ্তাহে এক বা দু’দিন বাজার হচ্ছে৷ সেদিন পছন্দের সবজি না পেলেও কিছু করার নেই৷ যা মিলছে, তাই খেতে হচ্ছে৷ তার ওপর এই চড়া দামের কারনে অনেক সবজিই এখন কেনা যাচ্ছে না৷ তাহলে কী খাওয়া হবে ?

বাজারে আগুন লাগলে সরকার সাধারনত “টাস্ক-ফোর্স” নামে একটি অদ্ভুত এজেন্সি গঠন করে৷ সারা বছর এই ফোর্স কোথায় থাকে কেউ জানেনা৷ বাজার-দর বাড়লে এই “টাস্ক-ফোর্স”-এর লোকজন মিডিয়া ফুটেজ খেতে নেমে পড়েন৷ টিভি’র টক-শো’তে এদের কথাবার্তার তেজ শুনলে কৃষি বিপণনমন্ত্রীও লজ্জা পাবেন৷ তাতেও সবজির দর কমেনা! যারা বাড়িয়েছে, তাদের ফখন ইচ্ছা হবে, তখনই কমবে৷ এখানে প্রশাসনের ভূমিকা নগন্য৷
এবারও নিশ্চয়ই তেমনই হবে৷ আশা করা যায়, আজ বা কাল নবান্ন এই
“টাস্ক-ফোর্স”-এর কথা ঘোষণা করবে৷ সাধারণ মানুষও অপেক্ষায় থাকবেন দাম কমার৷ এমনই তো হচ্ছে৷

spot_img

Related articles

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...

বিহার-ভোটেও ‘খেলা হবে’: বাংলার স্লোগান এখন ভারতজুড়ে

শেষ বিধানসভা ভোটে তৃণমূলের মূল স্লোগান ছিল 'খেলা হবে' (Khela hobe)। প্রতিটি নির্বাচনী জনসভায় তৃণমূল নেতাদের এই স্লোগান...

ধান উৎপাদনে দেশের সেরা বাংলা: বর্ধমানে জানালেন মুখ্যমন্ত্রী

ধান উৎপাদনে বাংলা(Bangla) এবার সারা ভারতবর্ষে প্রথম। মঙ্গলবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে এই কথা জানিয়ে বর্ধমান জেলাকে...

ক্রকসের জুতোর ম্যাজিক কী? কেন প্রায় সবার পায়ে? কেন দাম বেশি?

'ক্রকস' এখন পায়ে পায়ে। সবচেয়ে হালকা, আরামদায়ক এবং বায়ু চলাচলের সুবিধা রয়েছে যা পায়ের জন্য অত্যন্ত ভালো। ক্রকস...