Thursday, August 28, 2025

তৃণমূলের স্যোশাল নেটওয়ার্কিং কর্মসূচি, “স্বাধীনতার মাস স্বাধীন আকাশ”

Date:

Share post:

টার্গেট, দেড় কোটি মহিলা ভোটার৷ আগামী ১৬ আগস্ট থেকে শুরু হচ্ছে তৃণমূল মহিলা কংগ্রেসের সপ্তাহব্যাপী বিশেষ স্যোশাল মিডিয়া নেটওয়ার্কিং কর্মসূচি৷ এই কর্মসূচির নাম, “স্বাধীনতার মাস স্বাধীন আকাশ”৷ আগামী ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এই অভিযানে যুক্ত হচ্ছেন ৭০ হাজার মহিলা তৃণমূল কর্মী৷

কেমন হবে এই স্যোশাল মিডিয়া নেটওয়ার্কিং কর্মসূচি?

আপাতত ঠিক হয়েছে, রাজ্যে মোট বুথের সংখ্যা ৭০ হাজার। এই ৭০ হাজার বুথে একজন করে মহিলা তৃণমূল কর্মী তাঁর বুথের কুড়ি জন মহিলার কাছে হোয়াটস অ্যাপ মেসেজ ফরোয়ার্ড করবেন।

কী থাকছে সেই মেসেজে?

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মহিলাদের উন্নয়নে কী কী পদক্ষেপ করেছেন, তার সচিত্র পরিসংখ্যান থাকবে মেসেজে । মহিলা তৃণমূল কংগ্রেস এই কর্মসূচির জন্য একটি পিডিএফ তৈরি করেছে৷ এই পিডিএফটি হোয়াটস অ্যাপে ছড়িয়ে দেবেন ৭০ হাজার মহিলা তৃণমূল কর্মী । কন্যাশ্রী, রূপশ্রীর মতো মহিলাকেন্দ্রিক প্রকল্প ছাড়াও আরও যে সব সরকারি প্রকল্পের সুবিধা মহিলারা পেয়ে থাকেন, সে সবই তুলে ধরা হবে এই সোশ্যাল নেটওয়ার্কিং কর্মসূচিতে৷

কিন্তু দেড় কোটি মহিলাকে কেন টার্গেট করা হলো ? মহিলা তৃণমূলের পরিসংখ্যান বলছে, ২০১৪ এবং ২০১৯ এই দুই লোকসভা নির্বাচনেই রাজ্যে মহিলাদের ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে যায়। এর ফলেই ২০১৪ সালে বিজেপির পাওয়া ১৭% ভোট ২০১৯ সালে ৪২%-এ পৌঁছে যায়৷ ২০২১-কে পাখির চোখ করে এই মহিলা ভোট ব্যাংকের ওপরই নজর দিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। এ রাজ্যে কমবেশি ৭ কোটি ভোটার আছে। এর মধ্যে ৩ কোটি ৪৩ লক্ষ’র মতো মহিলা ভোটার । এই ভোটব্যাঙ্ককে টানতেই স্যোশাল মিডিয়ায় অভিনব অভিযান শুরু করতে চলেছে তৃণমূল ।

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...