Sunday, August 24, 2025

পরিস্থিতি মেনে আরামদায়ক পোশাকের দিকে ঝুঁকছেন ফ্যাশন ডিজাইনাররা

Date:

Share post:

আলো পিছলে পড়া ব়্যাম্প। তার উপর বাহারি পোশাক পরে হাঁটছেন মডেলরা। কল্পনায় সে পোশাক আমরা পরতে পারলেও, বাস্তবে পরে কতটা স্বচ্ছন্দবোধ করব, তা নিয়ে একটু সংশয় থেকেই যায়। কথায় বলে আগামী দিনের পোশাক ভাবনায় শোকেস করেন ফ্যাশন ডিজাইনাররা। তবে অতিমারি পরিস্থিতিতে এখন আর সেভাবে ফ্যাশন শো করা যাচ্ছে না। যা হচ্ছে সবই অনলাইন। আর তার সঙ্গে জুড়েছে আরেক সমস্যা লকডাউন। গৃহ বন্দি জীবন। বেশিরভাগ সময়টাই কাটছে ঘরে। ঘর থেকেই অফিসের কাজ। সুতরাং হাইফাই পোশাক আর কে পরবে বাড়িতে? তার থেকে একটি আরামদায়ক, দীর্ঘক্ষণ পড়ে থাকা যাবে আবার অনলাইন কনফারেন্স বা চ্যাটে একটু ভালো দেখাবে এমন পোশাকের চাহিদা বাড়ছে নিউ নর্মাল পরিস্থিতিতে।সিআইআই আইডব্লিউএন আয়োজিত অনলাইন আলোচনায় এই কথাই জানালেন দুই বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার কিরণ উত্তম ঘোষ এবং নীল।

কিরণ উত্তম ঘোষ জানান, এবছর মার্চ পর্যন্ত তাঁদের ব্যবসা ভালো চললেও, তারপরে থেকে চার মাস প্রায় কিছুই হয়নি। আনলক প্রক্রিয়া শুরু হওয়ায় সামান্য উন্নতি হলেও বর্ষায় আবার যে কে সেই। এক্ষেত্রে অনলাইনের উপরই তাঁদের ভরসা করতে হচ্ছে বেশি। তবে অনলাইনে বেশি দামের পোশাক কিনতে কেউই খুব একটা রাজি হন না। সেক্ষেত্রে অল্প রেঞ্জের পোশাকের ওপর জোর দিতে হচ্ছে তাঁদের।
নীল জানালেন, ব্যবসায় কোভিড 19 থাবা বসিয়েছে ঠিকই, তবে অনলাইন বিজনেস বেড়েছে অনেকটা। কিন্তু এই পরিস্থিতিতে সবচেয়ে সমস্যা হয় কারিগরদের। ফ্যাশান ওয়ার্ল্ড অনেকটাই নির্ভর করে তাঁদের উপর। কিন্তু এই চার মাস ব্যবসা না করলেও, কারিগরদের পাশে থাকাটা অত্যন্ত জরুরি। তার সঙ্গে জরুরি জায়গায় পরিচ্ছন্ন রাখা এবং যেখানে জিনিস তৈরি হবে সেখানে স্যানিটাইজ করা।

কিরণ জানালেন, সোশ্যাল ডিসটেন্সিং, মাস্ক পরা এইসব বিষয়ে গ্রামের কারিগরদের সচেতন করাটাও একটা সমস্যা।
নীল বলেন, “নিউ নর্মাল লাইফের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদেরও ফ্যাশনকে মডিফাই করতে হবে”। কিরণ উত্তম ঘোষ বলেন, বেশি দামের জিনিস কিনতে গেলে লোকে একটু নাড়াচাড়া করে দেখতে চায়। সেক্ষেত্রে ঘরে-বাইরে পরা যাবে, আরামদায়ক, অথচ আয়ত্তের মধ্যে দামের পোশাকই এই নিউ নর্মাল লাইফের মূল চাহিদা। সিআইআই আইডব্লিউএনের চেয়ারপার্সন সুচরিতা বসু বলেন, এখন অনলাইন মার্কেটিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে। আর ফ্যাশন জগৎ সেই পথ ধরেই আগামী দিনে আবার ভালো জায়গায় পৌঁছবে।

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...