সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এই রায়ের পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁর পরিবার থেকে সতীর্থরা।

সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি এদিন সিবিআই তদন্তকে স্বাগত জানিয়ে টুইটারে লিখেছেন, “আমার বৃহত্তর পরিবারকে অভিনন্দন। নিরপেক্ষ তদন্তের দিকে একধাপ এগোলাম।”

Congratulations to my extended Family!! So happy… first step towards victory and unbiased investigation. #JusticeforSushantSingRajput #OurfullfaithonCBI
— shweta singh kirti (@shwetasinghkirt) August 19, 2020
এদিন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নিজের টুইটারে লেখেন, “মানবতার জয় হলো। সম্মিলিত চেতনার শক্তি অনুভব করছি প্রথমবার।”

Humanity wins, congratulations to each one of SSR warriors, first time I felt such strong force of collective consciousness, AMAZING 👏👏👏#CBITakesOver
— Kangana Ranaut (@KanganaTeam) August 19, 2020
টুইট করে অক্ষয় কুমার জানান, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে সুপ্রিম কোর্ট সিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছে। সত্যের জয় হোক।”

SC directs CBI to investigate Sushant Singh Rajput’s death. May the truth always prevail 🙏🏻 #Prayers
— Akshay Kumar (@akshaykumar) August 19, 2020
সুশান্তের প্রাক্তন বান্ধবী তথা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে টুইট করে লেখেন, “ন্যায়বিচারের পথে। সত্যের জয় হলো।”

Justice is the truth in action 🙏🏻
Truth wins …. #1ststeptossrjustice pic.twitter.com/2CKgoWCYIL— Ankita lokhande (@anky1912) August 19, 2020
একইসঙ্গে এদিন টুইট করেছেন অভিনেতা নানা পটেকার। তিনি লিখেছেন, “শেষমেষ সুশান্ত মামলা হাতে নিল সিবিআই। এটাই সাধারণ মানুষের শক্তি।”

Finally #CBIForSSR!! #CBITakesOver Yeh Hai Public Ki Power.
— Nana Patekar (@imNanaPatekar) August 19, 2020
অভিনেত্রী কৃতি শ্যানন লিখেছেন, “গত ২ মাস অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে কেটেছে। সুপ্রিম কোর্ট সুশান্ত মামলায় সিবিআই এর হাতে তদন্তভার তুলে দিয়েছে। এটা আশার আলো যে শেষ পর্যন্ত সত্যি সামনে আসবে।”

Last 2months have been extremely restless with everything being so blurry. Supreme Court’s order to let the CBI investigate Sushant’s case is a ray of hope that the truth will finally shine🤞🙏🏻 Lets all have faith, stop speculating & let the CBI do their work now!🙏🏻 #CBIForSSR ✊🏻
— Kriti Sanon (@kritisanon) August 19, 2020
এদিন সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং বলেন, “আজকের দিনটা সুশান্তের পরিবার এবং ওঁর অনুরাগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট আমাদের প্রত্যেকটি বিষয় শুনেছে। পাটনায় এফআইআর দায়ের সঠিক বলেও জানিয়েছে আদালত। আশা করছি আমরা ন্যায়বিচার পাব।”
