বিজেপি যুব মোর্চা নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলির গোঘাটের নবাসনে। রবিবার বিজেপি কর্মী সৌভিক মুখোপাধ্যায়ের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে অভিযোগ। আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির আরামবাগ সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ, এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে আঙুল তোলেন। তৃণমূল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে।

এমনিতেই খানাকুলে বিজেপি কর্মী খুনের ঘটনায় থমথমে আরামবাগ। শনিবার খানাকুল ঘুরে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার আবার এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়া চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
