যোগীর রাজ্যে দুর্নীতি, ভুয়ো সরকারি বই ছাপিয়ে অভিযুক্ত বিজেপি নেতার ছেলে

ফের দুর্নীতির ঘটনা যোগী আদিত্যনাথের রাজ্যে। কোটি কোটি টাকার ভুয়ো সরকারি বই ছাপানোর অভিযোগ উঠল বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে। অভিযোগ উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঞ্জীব গুপ্তর ছেলে শচীন প্রায় ৩৫ কোটি টাকার এনসিইআরটি-র ভুয়ো বই ছাপিয়েছেন। ইতিমধ্যেই ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত শচীন পলাতক।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মেরঠে একটি বাড়িতে হানা দেয় উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ওই বাড়ি থেকে ছাপানোর মেশিন এবং প্রচুর বই উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে শচীন বিজেপি নেতা সঞ্জীব গুপ্তর ছেলে।

পুলিশ আধিকারিক ব্রজেশ কুমার সিংহ জানান, কারখানায় তল্লাশি চালানোর সময় শচীনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তারপরই ফোন বন্ধ করে দেয়। এর আগেও উত্তরপ্রদেশ বোর্ডের ভুয়ো বই ছাপানোর কাজের সঙ্গে জড়িত ছিলেন। শচীন সহ ৭ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ।