আগামী দুই সপ্তাহের কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভার্চুয়াল সভায় মুখ্যমন্ত্রী কর্মসূচির কথা জানান।

১. ১ সেপ্টেম্বর পুলিশ দিবস। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে পুলিশ রয়েছে সর্বাগ্রে। ১৮জন পুলিশ কর্মীর ইতিমধ্যে কোভিডে মৃত্যু হয়েছে। সেদিন রাজ্য জুড়ে পুলিশকর্মীদের শ্রদ্ধা জানানো হবে।
২. ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। ব্লকে ব্লকে কৃতী শিক্ষকদের সম্মান জানাবে পড়ুয়ারা।

৩. আগামী বছর ৯ অগাস্ট থেকে আদিবাসী দিবস পালন করা হবে। একই সঙ্গে ওই দিনে ছাত্র দিবসও পালন করা হবে।

৪. ১৬ সেপ্টেম্বর কৃষকদের প্রতিবাদ দিবস। সকাল ১১টা থেকে দুপুর ১টা অবধি এই প্রতিবাদ করা হবে রাজ্য জুড়ে। মাঠের আলের উপর দাঁড়িয়ে উঠবে প্রতিবাদে স্লোগান। নেত্রী নিজেও কোনও একটি জায়গায় থাকবেন। নিশ্চিতভাবে এই প্রতিবাদ অভিনব।
