Friday, January 9, 2026

গঠিত হলো পুলিশ কল্যাণ পর্ষদ, পুলিশ দিবসে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আগামী ১ সেপ্টেম্বর রাজ্যে পুলিশ দিবস৷ তার আগেই পুলিশ-কল্যাণ পর্ষদ বা ওয়েলফেয়ার বোর্ড গঠিত হলো৷ পুলিশ দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পর্ষদের সূচনা করবেন৷ পুলিশের নিচু ও মাঝারি তলার কর্মীদের নানা অভিযোগ শোনা ও তার সমাধান করাই হবে এই পর্ষদের কাজ। এছাড়া, কলকাতা পুলিশের ৭ সদস্যের এক কমিটি তৈরি হয়েছে৷ আহ্বায়ক হয়েছেন তপনকুমার মাইতি নামে এক সাব-ইন্সপেক্টর।

জানা গিয়েছে, কলকাতা ও রাজ্য পুলিশ-কল্যাণ পর্ষদের নোডাল অফিসার করা হয়েছে রাজ্য প্রশাসনের ‘আস্থাভাজন’
কালীঘাট থানার ওসি শান্তনু সিংহ বিশ্বাসকে। পর্ষদের কাজের পাশাপাশি কলকাতা এবং রাজ্য পুলিশের কমিটির মধ্যে সমন্বয় সাধনের কাজও করবেন এই নোডাল অফিসার। নোডাল অফিসার ছাড়াও পর্ষদে রাজ্য ও কলকাতা পুলিশের দু’জন করে মোট ৪ জন প্রতিনিধি থাকবেন।
পর্ষদের অফিস, গাড়ি-সহ প্রয়োজনীয় পরিকাঠামো বরাদ্দ করা হয়েছে।

পুলিশ বাহিনীতে বঞ্চনা ইত্যাদির অভিযোগ বহুদিনের৷ মহামারি পরিস্থিতিতে একাধিকবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। কলকাতার পুলিশ ট্রেনিং স্কুল এবং সল্টলেকে সশস্ত্র বাহিনীর অফিসে বিক্ষোভও হয়েছে৷ পরে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীও।
প্রসঙ্গত, সামনের বছরই বিধানসভা ভোট। অনেকের ধারনা, বাহিনীর অভিযোগ নিয়ে ফের যাতে বিক্ষোভ না হয় ,তাই এই পর্ষদ ঘোষণা করা হচ্ছে৷ ওদিকে, পুলিশ সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী পুলিশ দিবসের অনুষ্ঠানে এই পর্ষদ ঘোষণার পাশাপাশি পুলিশের প্রতি কিছু নির্দেশও দিতে পারেন। এই অনুষ্ঠান হবে ভিডিও-মাধ্যমে।

 

spot_img

Related articles

আইপ্যাকে ED অভিযানের প্রতিবাদ করায় রাজধানীতে তৃণমূল সাংসদদের আটক দিল্লি পুলিশের 

তৃণমূলের নথি চুরি করতে কলকাতায় আইপ্যাকের (IPAC) অফিসে অভিযান চালিয়েছিল ইডি, প্রতিবাদে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের বাইরের ধর্না...

বাংলার পড়ুয়াদের জন্য বাড়ল ‘ঐক্যশ্রী’ স্কলারশিপে আবেদনের সময়সীমা

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য রাজ্য সরকারের তরফে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda scholarship) ও ঐক্যশ্রী স্কলারশিপ প্রদান করা...

আইপ্যাকে তল্লাশির নামে নির্বাচনী নথি চুরির প্রতিবাদে আজ রাজপথে মিছিল মমতার

পদ্মপার্টির নির্দেশে আইপ্যাক (IPAC) অফিসে ইডি হানা ও তল্লাশির নামে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী নথি চুরির প্রতিবাদে শুক্রবার পথে...

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...