Friday, May 16, 2025

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন প্রাক্তন রাষ্ট্রপতির

Date:

Share post:

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সবরকম স্বাস্থ্য বিধি মেনে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হল। পিপিই পরে শেষকৃত্যে অংশ নেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। শুধুমাত্র পরিবারের সদস্যরাই পিপিই কিট পরে নির্দিষ্ট নিয়ম মেনে লোধি রোড শ্মশানে হাজির ছিলেন।


গান স্যালুটে শেষ বিদায় জানানো হয় প্রাক্তন রাষ্ট্রপতিকে। আজ সকাল ৯টায় সেনা হাসপাতাল থেকে তার মরদেহ। নিয়ে যাওয়া হয় ১০ নম্বর রাজাজি মার্গের বাসভবনে। সেখানে দু’ ঘণ্টা শায়িত ছিল প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ। করোনা আবহে সামাজিক দূরত্ব-বিধি ও সমস্ত রকম সতর্কতা মেনেই শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ ও মেয়ে শর্মিষ্ঠাকে সমবেদনা জানান তারা। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, সস্ত্রীক প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন। শেষ শ্রদ্ধা জানান রাহুল গান্ধী ।

এছাড়াও, প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানান চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সাংসদ লকেট চট্টোপাধ্যায় -সহ বহু নেতা-মন্ত্রী। রাজাজি মার্গের বাসভবনে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। এরপর দেওয়া হয় গান স্যালুট। দুপুর ১টায় রাজাজি মার্গের বাড়ি থেকে প্রাক্তন রাষ্ট্রপতির মরদেহ নিয়ে রওনা দেয় বিশেষ অ্যাম্বুল্যান্স। দুপুর ২টোয় লোধি রোড শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।পঞ্চভূতে বিলীন হয়ে যায় সবার প্রিয় প্রণব মুখোপাধ্যায়ের নশ্বর শরীর।

spot_img

Related articles

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...

এভারেস্টের চূড়া থেকে নামার পথে মৃত্যু রানাঘাটের সুব্রতর! অসুস্থ রুম্পা

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে বাঙালির পদচিহ্ন পড়ার আনন্দ নিমেষে মিলিয়ে গেল মৃত্যুর দুঃসংবাদে। বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের (Ranaghat)...

NRI কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় প্রায় চব্বিশ কোটি টাকার জালিয়াতি!

ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট...

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...