Monday, August 25, 2025

করোনা-কালে দার্জিলিঙের মন জয় করছে এইচএমআই-এর অ্যাম্বু ব্যাগ

Date:

Share post:

কিশোর সাহা

করোনা-কালে শ্বাসকষ্ট মানেই দুশ্চিন্তা কযেকগুণ বেড়ে যায়। তার উপরে দার্জিলিঙের পাহাড়ি গ্রামে তেমন সমস্যা হলে তো দুশ্চিন্তা আরও বেশি। এমন একটা সময়ে কয়েক মাস ধরে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য অ্যাম্বু ব্যাগ বানিয়ে গ্রামবাসীদের সরবরাহ করছে হিমালয়ান মাউন্টেরিয়াং ইন্সটিটিউট (এইচএমআই)। যাতে অনেকটা ভেন্টিলেটরের মতো কাজও হচ্ছে। সে দিয়েই পাহাড়বাসীর মন জয় করছে এইচএমআই। মাত্র সাড়ে ৪ হাজার টাকায় ওই অটোমেটেড অ্যাম্বু ব্যাগ মিলছে। যাতে প্রবল শ্বাসকষ্ট হলে ওই অ্যাম্বু ব্যাগ অক্সিজেন সরবরাহ করে আরাম দেবে রোগীকে। যা কি না ব্যাটারিতেও চলে। ওই উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রশাসনও। এমনকী, যাঁর উদ্যোগে এই কর্মযজ্ঞ চলছে, এইচএমআইয়ের প্রিন্সিপাল গ্রুপ ক্যাপ্টেন জয় কিসান তাই যেন পাহাড়বাসীর নয়নের মণি হয়ে উঠেছেন।

এই ঘটনায় সরকারি মহলও এইচএমআইয়ের প্রশংসায় পঞ্চমুখ। কারণ, দুর্গম পাহাড়ি এলাকায় অনেকেরই শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে। সে ক্ষেত্রে ভেন্টিলেটর প্রয়োজন থাকলেও তা হাসপাতালে পর্যাপ্ত নেই। তাই সস্তার অ্যাম্বু ব্যাগে সাময়িক ভাবে সমস্যার সমাধান হচ্ছে বলেই স্বস্তিতে পাহাড়বাসী।

ঘটনা হল, এই অ্যাম্বু ব্যাগ মূলত পাহাড়ে চড়ার সময়ে পর্বতারোহীদের শ্বাসকষ্ট হলে ব্যবহার করা হয়ে থাকে। করোনার সময়ে হাত গুটিয়ে বসে না থেকে এইচএমআিয়ের অধ্যক্ষের উদ্যোগে এই অ্যাম্বু ব্যাগ তৈরির কাজে নামেন কর্মীরা। তৈরি করতে যা খরচ হচ্ছে, শুধু মাত্র সেই টাকাটাই নিয়ে বিলি করা হচ্ছে নানা এলাকায়। তাতে সাড়াও মিলেছে। এইচএমআইয়ের অধ্যক্ষ অবশ্য মনে করেন,. এটা তাঁদের কর্তব্যের মধ্যেই পড়ে। তিনি জানান, অতিমারির সময়ে মানুষের পাশে সবসময় থাকতে পারাটাই মনুষ্যত্বের বড় প্রমাণ।

এইচএমআই সূত্রে জানা গিয়েছে, বর্তমান অধ্যক্ষ জয় কিসান বরাবরই মানবতাবাদী দৃষ্টিভঙ্গী নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। সেখানে প্রশিক্ষণ নিতে আসা অভিযাত্রীদের খুঁটিনাটি সমস্যার দিকে নজর রাখেন। সেই সঙ্গে লাগোয়া পাহাড়ি গ্রামের বাসিন্দাদের বিপদে-আপদে দাঁড়াতেও ছুটে যান তিনি। ইতিমধ্যেই পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে ৩টি বিশ্ব রেকর্ড ও ৬টি জাতীয় রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। গত ২০০৯ সালে তিনি তেনজিং পুরস্কারও পেয়েছেন।

এমন যাঁর ব্যাকগ্রাউন্ড, তিনি যে করোনা কালেও হাত গুটিয়ে বসে থাকবেন না, তা বোঝাই যায়। গত মার্চ মাসে যখন করোনার প্রকোপে দেশ জুড়ে লকডাউন ঘোষণা হয়, সে সময়ে এইচএমআইয়ের শিক্ষার্থীরা সিকিমের পাহাড়ি এলাকায় ক্যাম্পে ছিলেন। পর্যায়ক্রমে তাঁদের দার্জিলিঙে এনে রাখেন তিনি। সেখানে দীর্ঘদিন রেখে যোগভ্যাস সহ নানা কাজে ব্যস্ত রাখেন। এমনকী, সর্বধর্ম প্রার্থনাও করান প্রত্যেক দিন। পরে পরিস্থিতি একটু স্বাভাবিক হতে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।

শুধু তাই নয়, কোভিড ১৯ পরিস্থিতির কারণে সশস্ত্র বাহিনীর সদস্যরা পাহাড়ে পৌঁছলে তাঁদের কোয়ারিনটাইনে রাখার ব্যবস্থাও এইচএমআই ক্যাম্পাসে হয়েছে। ইতিমধ্যেই পাহাড়ি গ্রামে কয়েক হাজার স্যানিটাইজার, মাস্ক বিলি করেছে সংস্থা।

আরও পড়ুন- রাজ্যের কুৎসা করতে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট, সুজনের “চালাকি” ধরে ফেললেন ঋতব্রত

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...