ভারত আমাদের শত্রু হলেও বিরাট রোহিতরা সেই দলে পরে না, বিস্ফোরক রাওয়ালপিন্ডি এক্সপ্রেস

ভারতকে শত্রু দেশ হিসেবে উল্লেখ করলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার । রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ভারতকে শত্রু বললেও ভারতীয় ক্রিকেটারদের শত্রু মানতে নারাজ।
একটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন, ভারত শত্রু হলেও বিরাটদের কখনও শত্রু বলতে পারব না। এমনকি পাকিস্তানি ক্রিকেট দল নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন শোয়েব। বিরাট কোহলি ১২ হাজার রান করে ফেলেছেন৷  তবু তাকে নিয়ে কেন সমালোচনা হবে সেই প্রশ্ন তুলেছেন তিনি। শোয়েব স্মরণ করিয়ে দেন রোহিতের তিনটি দ্বি-শতরান রয়েছে। তাই কিভাবে তার সমালোচনা করা সম্ভব তা দেখেও অবাক হয়েছেন তিনি। প্রাক্তন জোরে বোলার বলেছেন, 2010 এর আগে বিরাট আমারই মতো একজন সাধারণ ক্রিকেটার ছিল । কিন্তু ওদের বোর্ড ওকে সাপোর্ট করেছে। অথচ আমাদের এখানে অনেক ক্রিকেটারকেই নষ্ট করে দেওয়া হয়। আমাদের বাবর আজমের সঙ্গে বিরাটের তুলনাটা সত্যি হাস্যকর। ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে পাকিস্তান ল্যাজেগোবরে হয়েছে তারও সমালোচনায় মুখর হয়েছেন তিনি।