কৃষি বিল ফিরিয়ে নেওয়ার দাবিতে অধিবেশন বয়কট বিরোধীদের

কৃষি বিলের প্রতিবাদে বর্ষাকালীন অধিবেশন বয়কট করল বিরোধী দলগুলি। মঙ্গলবার সংসদে কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ তিন দফা দাবি পেশ করে জানান, যতক্ষণ না এই দাবি মানা হচ্ছে, ততক্ষণ বয়কট অব্যাহত থাকছে তাঁদের।

ফলে আজ থেকে যতদিন সংসদ চলবে, ততদিন বিরোধী শূন্য রাজ্যসভায় কাজ চলবে বলেই মনে করা হচ্ছে। কৃষি বিল নিয়ে বিরোধীরা এই মুহূর্তে একাট্টা। সরকারের তরফে হাজার চেষ্টা করেও এই ঐক্যে ভাঙন ধরানো যায়নি।

এই আন্দোলন যে সংসদ থেকে রাস্তায় নামছে, তা বুঝতে পেরেছে বিজেপি। তাই এবার কৃষি বিল নিয়ে সরাসরি কৃষকদের বোঝাতে রাজ্যে রাজ্যে কর্মসূচির পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গে এই আন্দোলন যে নতুন মাত্রা পেতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।