Friday, November 14, 2025

অনুরাগের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পায়েলকে সমর্থন করতে গিয়ে বিপাকে রূপা

Date:

Share post:

পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন মডেল তথা অভিনেত্রী পায়েল ঘোষ। মুম্বইয়ের ভরসোভা থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। এবার অনুরাগের বিরুদ্ধে সরব হয়ে বিপাকে পড়লেন অভিনেত্রী রূপা দত্ত। অনুরাগ কশ্যপের শাস্তির দাবি জানিয়ে টুইটারে তাঁর সঙ্গে কথোপকথনের যে স্ক্রিনশট পোস্ট করেছেন রূপা। সংবাদমাধ্যমের একাংশের দাবি, অভিনেত্রী যে স্ক্রিনশট পোস্ট করেছেন, তা অনুরাগের নয়।

ফেসবুক মেসেঞ্জারের স্ক্রিনশট শেয়ার করেছেন রূপা। পোস্টের ক্যাপশনে লিখেছেন পায়েলের যাবতীয় অভিযোগ সত্যি। ছবিতে দেখা যাচ্ছে, ‘অনুরাগ সফর’ নামে প্রোফাইলের সঙ্গে কথা বলেছেন তিনি। অনুরাগ নামের ওই ব্যক্তি নিজেকে ‘মহিলা বিশেষজ্ঞ’ হিসেবে দাবি করেছেন। চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে পায়েলের পাশে দাঁড়িয়েছেন রূপা। ওই অভিনেত্রীর দাবি, অনেক আগেই অনুরাগের আসল রূপ তিনি চিনে ফেলেন। পরিচালকের শাস্তির দাবিও করেছে। একইসঙ্গে তাঁর অভিযোগ, অনুরাগ নিজে মাদক নেন এবং অন্যদের নিতে বাধ্য করেন। তবে সংবাদমাধ্যমের দাবি, ফেসবুকে অনুরাগের প্রোফাইলের নাম ‘অনুরাগ কশ্যপ ২.০’। যা পরিচালকের একমাত্র ভেরিয়াফায়েড ফেসবুক প্রোফাইল।

স্পষ্টতই, অনুরাগ-পায়েল কাণ্ডে ফের বলিউডের অন্দরে মাথাচাড়া দিয়ে উঠেছে ‘মিটু’। এই নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পরিচালকের বিরুদ্ধে সরব হয়েছে। অনুরাগের শাস্তির দাবি জানিয়েছে বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। পরিচালকের পাশে দাঁড়িয়েছেন তাঁর প্রাক্তন দুই স্ত্রী আরতি বাজাজ এবং কল্কি কোয়েচলিন। অনুরাগের সমর্থনে মুখ খুলেছেন তাপসী পান্নু, রিচা চড্ডা, রাধিকা আপ্টে, সায়নী গুপ্ত সহ হলেম হুমা কুরেশিও। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাপসী পান্নু লেখেন, ‘‘অনুরাগের মতো বড় নারীবাদী আর হয় না।’’ বিবৃতি দিয়ে হুমা জানিয়েছেন, অনুরাগ কোনওদিন তাঁর সঙ্গে কোনও অভব্য আচরণ করেননি।

আরও পড়ুন-যৌন হেনস্থায় অভিযোগ অনুরাগের বিরুদ্ধে, মুখ খুললেন পরিচালকের প্রাক্তন দুই স্ত্রী

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...