Thursday, August 21, 2025

ত্রাণ পাঠালেও নিয়মের জালে ফেরত যাচ্ছে প্রবাসীদের অর্থ সাহায্য

Date:

Share post:

বাংলার পাশে দুর্দিনে থাকতে চেয়েছিলেন প্রবাসী বাঙালিরা। সেইমতো লকডাউনের মধ্যে অনলাইন প্লাটফর্মে বিভিন্নভাবে অনুষ্ঠান করে, আবেদন করে মোটা অঙ্কের ত্রাণ সংগ্রহ করেছিলেন। কিন্তু নিয়মের বেড়াজালে সে টাকা নিতে পারছে না রাজ্য। ফেরত যাচ্ছে প্রবাসীদের দান। কিন্তু কেন এই পরিস্থিতি? ‘ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট’ বা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সেই সব অর্থ গ্রহণের জন্য প্রয়োজনীয় কেন্দ্রীয় অনুমোদন রাজ্যের কাছে নেই। ফলে, তা নেওয়া যাচ্ছে না। ফলে প্রবাসী বা অনাবাসীরা অতিমারি এবং বাংলার প্রাকৃতিক বিপর্যয়ে সাহায্য করতে আগ্রহ হলেও সে টাকা ফেরত পাঠাচ্ছে রাজ্য।

আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য ৩০ মে অনলাইনে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন ইংল্যান্ডের লিডসের প্রবাসী বাঙালিরা। তাতে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা ওঠে। ২ জুন পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে সাহায্য পাঠান তাঁরা। কিন্তু অনুমোদনের অভাবে তা ফেরত যায়।
অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মিলি বসু জানান, ত্রাণের জন্য অর্থ সাহায্য সরাসরি রাজ্যের ত্রাণ তহবিলে পাঠানো যায়নি। শেষে লিডসে থাকা এক বন্ধুর মায়ের কলকাতার অ্যাকাউন্ট থেকে সেই অঙ্কের টাকা ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে। আর লিডসে সেই বন্ধুর হাতে ত্রাণের টাকা দেওয়া হয়েছে। অনেকটা হাওয়ালার কায়দাতেই।

অর্থ দফতর সূত্রে খবর, আমফানের পরে সরকার ‘পশ্চিমবঙ্গ রাজ্য বিপর্যয় মোকাবিলা পর্ষদ’-এর নামে সোসাইটি রেজিস্ট্রেশন আইনে রেজিস্ট্রি করে একটি তহবিল তৈরি করে। কিন্তু সেই তহবিলের বিষয়ে বৈদেশিক অনুদানের ছাড়পত্র নেওয়া হয়নি। কারণ, হিসেবে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান জানান, বিদেশ থেকে আসা টাকা নিয়েই অনেক সমস্যা দেখা দেয়। কোথা থেকে, কাদের কাছ থেকে টাকা আসছে, তা নিয়ে নানা প্রশ্নও উঠতে পারে। তবে কেউ নির্দিষ্ট ভাবে কোনও অনুরোধ করলে, তার ভিত্তিতে শুধু সেই তহবিলের জন্য কেন্দ্রের অনুমতি চাওয়া যেতে পারে। বিভিন্ন অনলাইন প্লাটফর্ম সোশ্যাল মিডিয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিরা দুর্দিনে সাহায্যের জন্য অনুদান সংগ্রহ করেছেন। এখন প্রশ্ন হল, সেগুলি যদি ত্রাণের কাজে ব্যবহার না করা যায়, ঘুরপথে হাওলার মতো কোনো পদ্ধতিতে পাঠাতে হয়- তাহলে ভবিষ্যতে এই উদ্যোগ নেওয়ার ইচ্ছে থাকবে তো প্রবাসীদের!

আরও পড়ুন : শ্রমিক ভাগ্য অনিশ্চিত? এ বছরই বিতর্কিত শ্রম- বিধি চালু করছে কেন্দ্র

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...