Thursday, January 15, 2026

BJP vs BJP: বারুইপুরে মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জেলা সম্পাদক

Date:

Share post:

বারুইপুরে বিজেপির দলীয় কার্যালয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মহিলা মোর্চার কর্মিদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। আর সেই অভিযোগের ভিত্তিতেই বিজেপির দক্ষিণ ২৪ পরগনা (পূর্ব) জেলা সম্পাদক স্বরূপ দত্ত ও মন্ডল সভাপতি দেবপম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে বিজেপির অন্য গোষ্ঠীর নেতা-নেত্রীরা। এই ঘটনায় বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে মধুস্মিতা রায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। আর এই অভিযোগের ভিত্তিতেই বুধবার সন্ধের পর তাঁর বাড়ি থেকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক স্বরূপ দত্তকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। অভিযুক্ত নেতাকে বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

আর এই খবর পাওয়ার পরই স্বরূপ দত্তের অনুগামীরা রাস্তা অবরোধ করেন। স্লোগান দিতে থাকেন জেলা সভাপতি হরিকৃষ্ণ দত্ত ও তাঁর ঘনিষ্ঠ বর্তমান জেলা কার্যকর্তাদের বিরুদ্ধে। শোনা যায়, তাঁরা থানা ঘেরাও করবেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি।

উল্লেখ্য, গত রবিবার বিজেপির এক কর্মীসভাকে কেন্দ্র করে বারুইপুরে জেলা পার্টি অফিসে ধুন্ধুমার কাণ্ড ঘটে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, রাজ্য সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা অমিতাভ চক্রবর্তী, নবনিযুক্ত বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার সামনেই দুই গোষ্ঠীর কর্মীসমর্থকরা একে অপরের বিরুদ্ধে বিবাদে জড়িয়ে পড়ে। যা ক্রমশ প্রবল আকার ধারণ করে। জেলার ক্ষমতাসীন গোষ্ঠীর মহিলারা বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা কর্মীদের বিরুদ্ধে কাপড় টেনে খুলে দেওয়া-সহ শ্লীলতাহানির মত বিস্ফোরক অভিযোগ তোলেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় স্বরূপ দত্তকে।

আরও পড়ুন- রাহুল সিনহাকে ঘিরে কর্মীরা বললেন, তৃণমূলের বি-টিম হয়ে যাচ্ছি!!

spot_img

Related articles

যত কাণ্ড ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনেই, স্টেডিয়ামে বাঁদর! পাখির উপদ্রবে থমকে গেল ম্যাচ

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে(India Open )। দিল্লিতে দূষণের জন্য নাম তুলে নিয়েছেন ডেনমার্কের তারকা...

সিঙ্গুরে ‘টাটার মাঠে’ মোদির সভার জন্য বিনা অনুমতিতে জমি কেড়েছে বিজেপি! বিডিও-কে নালিশ

ন্যানোর জন্য জমি কাড়ার বিতর্কে পরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভার জন্য সিঙ্গুরে (Singur) অনুমতি না...

SIR-এর চাপে ব্যাহত ক্লাস! লেখাপড়ার ঘাটতি মেটাতে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এবার ডিজিটাল লার্নিং

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার (SIR duty impact) বাড়তি দায়িত্বে সাম্প্রতিক মাসগুলিতে বহু শিক্ষক নিয়মিত ক্লাস নিতে...

রাজ্যে নতুন ৯টি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট স্ট্যাচিউট অনুমোদন

রাজ্যের নয়টি নতুন বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম বিধি’ বা ফার্স্ট স্ট্যাচিউট কার্যকর হল। রাজ্যপাল তথা আচার্য ড. সি ভি আনন্দ...