Sunday, November 2, 2025

বলেন কী সৌমিত্র! দলের নেতাদের বললেন, জুতো মেরে পা ভেঙে দেব!

Date:

Share post:

বেলাগাম অনুপম। এবার সৌমিত্র খাঁ। বিজেপির দলাদলিতে সাংসদ তথা যুব মোর্চার মেজাজ এমন চটেছে যে দলীয় কর্মীদের বললেন, জুতো মেরে পা ভেঙে দেব! অকথা-কুকথায় বিজেপি নেতারা এখন নয়া রাজনৈতিক সংবিধান লেখা শুরু করেছেন। বিজেপি মহলই সৌমিত্রর এমন লাগামছাড়া মন্তব্যে ক্ষোভে ফুঁসছে। অভিযোগ যাচ্ছে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে।

বুধবার। ঘটনাস্থল বাঁকুড়ার বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। নবান্ন অভিযান নিয়ে সভা করছিলেন সৌমিত্র। এবং কী আশ্চর্য, মাইক্রোফোন হাতে নিয়েই বিষ ঢালা শুরু করেন। শাসক বা বিরোধী দল নয়, দলেরই অন্য গোষ্ঠীর নেতা কর্মীদের বিরুদ্ধে।

কী বললেন সৌমিত্র? বললেন, যাঁরা কলকাতায় গিয়ে দিলীপ ঘোষ জিন্দাবাদ, সৌমিত্র খাঁ জিন্দাবাদ বলছেন, তাঁরাই আবার বিষ্ণুপুরে এসে বলছেন, এটা বিজেপির সভা নয়! এইসব কর্মীদের জুতো মেরে পা ভেঙে দেওয়া উচিত। ঘরের ঝগড়া বাইরে এনে যুব সভাপতি বলেন, কেউ কেউ প্রস্তুতি সভায় না আসার কথাও বলেছে। তাদেরকে বলে রাখি, আগুন জ্বালিও না। আগুন জ্বালালে অনেক দূর যাবে।

সৌমিত্র কোনও নেতার নাম না করলেও সম্প্রতি বাঁকুড়া জেলার সভাপতি বিবেকানন্দ পাত্রর একটি অডিও ভাইরাল হয়। সেখানে বিবেক দলের নেতাদের বলেন, কে সৌমিত্র? এলাকার এক যুব নেতার দায়িত্ব পাওয়ার প্রসঙ্গ তুলে বলেন, বাঁকুড়ায় আমার কথাই শেষ কথা। সৌমিত্রর গা থেকে এখনও তৃণমূলের গন্ধ যায়নি। হয় আমার কথা শুনে চলতে হবে, নইলে পদত্যাগ করতে হবে। সৌমিত্র বাঁকুড়া বিজেপিকে ধ্বংস করছে। বুধবার সৌমিত্র সেই কথারই প্রতিশোধ নিলেন বলে ধারণা। কিন্তু তাতে যে দলের ইমেজের দফারফা, তা বলার অপেক্ষা রাখে না।

বুধবার সৌমিত্রর সভায় দেখা যায়নি বিষ্ণুপুরের সংগঠনিক জেলা সভাপতি হরকালী প্রতিহার বা বিবেকেনন্দ পাত্রকে। বাঁকুড়া সহ গোটা রাজ্যেই বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব যে চরমে পৌঁছেছে, তা দলীয় নেতাদের নিয়ে সৌমিত্রর কুকথাতেই স্পষ্ট।

 

spot_img

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...