Saturday, January 10, 2026

রাজভবনে গেলেন না স্বরাষ্ট্রসচিব-ডিজি, রেগে আগুন ধনকড় সাক্ষাৎ চাইছেন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বারাকপুর-টিটাগড়ের অর্জুন সিং ঘনিষ্ঠ দাপুটে নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। শুরু হয়েছে শাসক-বিরোধী চাপানউতর। থমথমে বারাকপুরে ১২ ঘন্টার বনধ ডেকেছে বিজেপি। অন্যদিকে, গতকাল রাতে বিজেপি নেতা খুনের ঘটনার পরই আসরে নেমে পড়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

বিজেপির দাপুটে নেতা মনীশ শুক্লা খুনে গতরাতেই টুইট করে ক্ষোভ উগরে দেন ধনকড়। মণীশ শুক্লা খুনের ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে সাংবিধানিক প্রধান হিসেবে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। টুইটে রাজ্যপাল জানিয়েছিলেন, রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির জন্যই ভয়াবহ খুনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আলোচনার জন্যই ডাকা হয়েছিল রাজ্য প্রশাসনের দুই শীর্ষ আধিকারিককে। আজ , সোমবার সকাল ১০ টায় স্বরাষ্ট্র সচিব ও ডিজিকে তলব করেছিলেন রাজ্যপাল। কিন্তু এখনও পর্যন্ত দু’জনের কেউই রাজভবনে আসেননি বলে খবর। যদিও এদিন সকালে রাজভবনে যান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে ঠিক কী কারণে তিনি রাজভবনে এসেছেন সেটা স্পষ্ট নয়।

তাঁর ডাকে সাড়া দিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও ডিজি রাজভবনে না যাওয়ায় রেগে আগুন ধনকড়। এবার সুর সপ্তমে চড়িয়ে রাজ্যপালসরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাইলেন। নিজেই টুইট করে একথা জানান তিনি।

মুখ্যমন্ত্রীকে নিশানা করে টুইটে রাজ্যপাল লেখেন, “নিস্তব্ধতাই যেন অনেক সত্যকে তুলে ধরছে।” সুতরাং, এবার বিজেপি নেতা মণীশ শুক্ল হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজ্য-রাজ্যপাল সংঘাত যে নতুন নতুন মাত্রা পেতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন : বাংলার মুখ্যমন্ত্রীকে অশ্লীল ইঙ্গিতের টুইট, ইনি রাজ্যপাল!

spot_img

Related articles

গেরুয়া ফতেয়া, রামমন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে আমিষ ডেলিভারি নিষিদ্ধ বিজেপি সরকারের

আমজনতার খাদ্যাভ্যাসে গেরুয়া কোপ, এবার অযোধ্যার রামমন্দির (Ram Mandir) এলাকার চারপাশে শুধু আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করাই...

শীতের রাতে রাস্তায় ক্রীড়াবিদরা, যোগী রাজ্যে বক্সিং চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা

নজিরবিহীন অব্যবস্থা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ( National Boxing Championships)। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(UP) গ্রেটার নয়ডার (Greater Noida) গৌতম বুদ্ধ...

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ (blast) বলে স্থানীয় বাসিন্দাদের...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...