দুর্গাপুজোর পর এবার নিষ্ঠা সহকারে দেবী লক্ষ্মীর আরাধনায় মিমি

তিনি বরাবরই ধার্মিক। পুজো-অর্চনায় তাঁর জুড়িমেলা ভার। দুর্গাপুজো হোক কিংবা লক্ষ্মীপুজো, ঈশ্বর আরাধনায় নিজেকে নিয়োজিত করেন টলিউডের শীর্ষ অভিনেত্রী তথা যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।

বিদেশ থেকে ফিরে নিজের বাড়িতে সাড়ম্বরে দুর্গাপুজো করার পর এবার লক্ষ্মী পুজোর আয়োজন করলেন সাংসদ-অভিনেত্রী মিমি।

লক্ষ্মী পুজোর দিনও নিজের হাতেই সবকিছুর আয়োজন করেন অভিনেত্রী। শাড়ি পরে একেবারে বাঙালি সাজে লক্ষ্মী প্রতিমা সাজিয়ে, প্রসাদের আয়োজন করে ধনদেবীর আরাধনা করতে দেখা গেল মিমিকে।

একইসঙ্গে দুর্গাপুজোর মতো লক্ষ্মী পুজোতেও নিজের অনুরাগী শুভেচ্ছাও জানালেন মিমি।