Sunday, November 9, 2025

করোনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে হবে, জানাচ্ছে ‘হু’

Date:

Share post:

করোনার হাত থেকে এখনও মুক্তি পায়নি বিশ্ব। বিপর্যস্ত বহু মানুষের জীবনযাত্রা। তবে আশার কথা শোনানোর সঙ্গে ফের সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ‘হু’ জানাচ্ছে, আমরা এমন পর্যায়ে পৌঁছেছি যেখান থেকে করোনাকে হারানো সম্ভব। বহু দেশ বহু শহর তা করে দেখিয়েছে। এখন সময় পরবর্তী মহামারি মোকাবিলার জন্য প্রস্তুত হওয়ার।

৭৩ তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ থেকে ‘হু’ জানিয়েছে,”করোনাকে বহু দেশ এবং শহর সফলভাবে এর সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পেরেছে। এই প্রথমবার গোটা বিশ্বে একসঙ্গে করোনার ভ্যাকসিন, ওষুধ বা কোনও থেরাপি আবিষ্কারের চেষ্টা করছে।” এরপরই হু ঘোষণা করেছে করোনাকে হারানো সম্ভব। তবে তা ধীরে ধীরে, সুপরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে। একই সঙ্গে হু সতর্ক করেছে, “কোভিড মহামারি আরও একবার মনে করিয়ে দিল স্বাস্থ্য ব্যবস্থাই শিক্ষা, অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার ভিত্তি।”

গোটা বিশ্বের কাছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি প্রস্তাব পেশ করেছে, তাতে বলা হয়েছে, “গোটা বিশ্বের উচিত এখন থেকে করোনার মতো রোগের শনাক্তকরণ এবং প্রতিরোধের জন্য আরও বেশি করে প্রস্তুতি নেওয়া। পরবর্তী মহামারির জন্য আমাদের আরও ভালভাবে প্রস্তুত হতে হবে।”

উল্লেখ্য, করোনার আগে সোয়াইন ফ্লু, জিকা ভাইরাস, পোলিও সংক্রমণ এবং ইবোলা সংক্রমণের সময়ে বিশ্বজুড়ে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা জারি করেছিল হু। কিন্তু কোনওক্ষেত্রেই পরিস্থিতি এতটা ভয়াবহ আকার ধারণ করনি। এবারের কোভিড মহামারি এই সব মহামারির মিলিত ক্ষতিকেও ছাপিয়ে গিয়েছে। আগামী মহামারি হবে আরও ভয়ংকর।

আরও পড়ুন-‘আমেরিকার রাষ্ট্রপতি হবে তুমিও’, নাতনির সঙ্গে কমলার আদুরে ভিডিও ভাইরাল

spot_img

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...