Monday, May 19, 2025

বাংলাদেশ সীমান্তে মনসা পুজোর উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

Date:

Share post:

কাঁটাতারের বেড়া পেরিয়ে কোচবিহারের তুফানগঞ্জের মহকুমার দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণপুর চ্যাঙমারি এলাকায় রাস পূর্ণিমার দিন বহু প্রাচীন মনসা পুজোর উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নযন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ভিড় হলেও করোনার জন্য অন্যবারের মতো ভিড় হয়নি এবারের মেলায়।

লোকশ্রুতি অনুযায়ী, সত্যযুগে মা মনসার অভিশাপে চাঁদ সদাগরের সপ্তডিঙার একটি এসে পৌঁছেছিল তুফানগঞ্জ ভাসতে ভাসতে এখানেই একটি নালাতে ডুবে গিয়েছিল ডিঙাটি। বহু দিন পূর্বে তা দৃশ্যমান হওয়ার পর থেকেই রাস পূর্ণিমার পূণ্য তিথিতে ভারত-বাংলাদেশ সীমান্তের এই এলাকায় মা মনসার পুজো শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

এদিন পুজোর উদ্বোধন করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, মানুষের বিশ্বাসকে সম্মান জানিয়েই সংশ্লিষ্ট এলাকায় সুদৃশ্য মনসা মন্দির নির্মাণের পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় রাস্তা নির্মাণ সহ ডিঙিটির পুরানো কাঠামো ঠিক রেখে পুননির্মাণ করে দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে এই পুজো অনুষ্ঠিত হওয়ার কারণে বিএসএফের সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও এই পুজোয় মেতেছেন স্থানীয় মানুষেরা। সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকাকালীন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ যোগ দিতেম এই পুজোতে। বর্তমানে দূর থেকেই তারা দেখেন এই পুজো।
স্থানীয় মানুষের বিশ্বাস খুবই জাগ্রত এখানকার এই মা মনসা। তার কাছে মানত করলে তা সফল হয়। এই বিশ্বাসকে সঙ্গী করেই প্রতি বছর হাজার হাজার মানুষ সমবেত হন এই পুজোতে।

আরও পড়ুন- এখনই কলেজ নয়, আপাতত বাড়ি থেকেই চলবে ভার্চুয়াল ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী

spot_img

Related articles

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...