Wednesday, December 24, 2025

একঝাঁক ভারতীয় ফুটবলারদের বাদ দিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল, মহামেডানে কথা সামাদ, গুরতেজদের

Date:

Share post:

যত দোশ নন্দ ঘোষ। হা এই কথাটা যেন এসসি ইস্টবেঙ্গলের ( Sc East Bengal) ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রেই প্রযোজ‍্য। হা এই মুহুর্তে ইস্টবেঙ্গলের অন্দরমহলে যা অবস্থা, সেই চিত্র দেখলে এমনটাই মনে হবে। একঝাঁক ভারতীয় ফুটবলারকে ( Indian footballer )দল থেকে রিলিজ দিয়ে দিতে চলেছে লাল-হলুদ শিবির। সেই তালিকায় রয়েছে বলবন্ত সিং( Balwant singh), সি কে ভিনিথ (c k vineeth ) সামাদ আলি মল্লিক( Samad Ali Mallick ), রফিক আলি সর্দার(rafique ali sardar), অভিষেক অম্বেকর (abhishek ambekar) , গুরতেজ সিং (Gurtej Singh) , রানা ঘরামির( Rana gharami) মতন ফুটবলাররা। আর এতেই মাথায় হাত ফুটবলারদের।

আইএসএলে ( ISL) এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি লাল-হলুদ ব্রিগেড। আইএসএল দল যা খেলছে, তাতে খুশি নন ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার( robi fauler)। তাই দলে একঝাঁক পরিবর্তন আনতে চান তিনি। আর সেই কারনে কোচের নির্দেশে দলের কয়েকজন ভারতীয় ফুটবলারদের ছেড়ে দিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল।

আইএসএলের প্রথম কয়েক ম‍্যাচে মাঠে নামলেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি বলবন্ত সিং। তাই তাঁর খেলায় একপ্রকার বিরক্ত লাল-হলুদ কোচ। কিন্তু সামাদ আলি মল্লিক, রফিক আলি সর্দারা তো ম‍্যাচই খেলেনি। তাদের দল থেকে কেন বাদ দিচ্ছেন তা বুজতে পারছেন না সামাদ, রানা ঘরামিরা। একঝাঁক ভারতীয় ফুটবলারকে বাঁদ দিলেও, প্রতি ম‍্যাচে চুরান্ত ফ্লপ স্কট নেভিলকে দলে রেখে দিচ্ছেন ফাউলার। তাকে দল থেক‍ে ছেঁটে ফেলার কোন কারন দেখছেন না ইস্টবেঙ্গল কোচ। কারন স্কট নেভিলকে দলে এনেছেন তো তিনি নিজেই। তাই নেভিল চুরান্ত ফ্লপ হলেও, প্রতি ম‍্যাচে প্রথম একাদশে জায়গা পাচ্ছেন তিনি।

ইতিমধ্যেই লাল-হলুদের তিন ফুটবলারের সঙ্গে কথা বলছে মহামেডান স্পোর্টিং। সব কিছু ঠিক থাকলে আইলিগে সাদা-কালো ব্রিগেডের হয়ে মাঠে নামতে পারেন সামাদ আলি মল্লিক, গুরতেজ সিং, রফিক আলি সর্দার। ইস্টবেঙ্গল থেকে রিলিজ দেওয়া হবে শুনে হতাশ লাল-হলুদের ঘরের ছেলে সামাদ। তাকে আইএসএলে কোন সুযোগ দেননি ফাউলার। তার ম‍্যাচ না দেখেই দল থেকে কেন বাদ দেওয়া হচ্ছে তা বুঝতে পারছেন না সামাদ। চলতি আইএসএল এ নর্থইস্ট ইউনাইটেডের অফার থাকলেও শেষমেশ ইস্টবেঙ্গলে থেকে যান তিনি। এদিকে এখনই জেজে কে ছাড়ছেন না এসসি ইস্টবেঙ্গল। আর কয়েকটা ম‍্যাচ দেখার পরই জেজের বিষয় সিদ্ধান্ত নেবেন ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার।

আরও পড়ুন:শাহরুখ খানের ডনের চরিত্রে ওয়ার্নার, মুহূর্তে ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়

spot_img

Related articles

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...

এক পাতা পড়তে দিন কাবার,জটিল রোগে আক্রান্ত ‘ধুরন্ধর’ পরিচালক!

বলিউডের দিকে তাকালেই এখন শুধু একটাই আলোচনা-আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' (Dhurandhar)সাফল্য। এমন এক ছবি যা শুধু রণবীর সিংকে...

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...