ঝোলায় ঠাসা শীতের কম্বল, বড়দিনের আগে শহরে হাজির স্যান্টা

বড়দিনের আগের সন্ধেয় শহরে হঠাৎ দেখা মিলল স্যান্টা ক্লজের। ঝোলায় তাঁর অনেক অনেক উপহার। ঘুরতে ঘুরতে স্যান্টা পৌঁছালেন শিয়ালদা স্টেশন চত্বরে। সেখানে দুঃস্থ মানুষজন, বিশেষত পথশিশুদের হাতে কম্বল তুলে দেন তিনি।

শুধু শিয়ালদহ স্টেশন চত্বরই নয়, আশেপাশের এলাকাতেও উত্তাপ সামগ্রী পৌঁছে দিলেন তিনি। এই গোটা কর্মকাণ্ডের উদ্যোগে “একটি প্রযোজনা” নাট্যদল ও “ঐক্যতান”। তাঁদের যৌথ প্রয়াসে বড়দিনে মুখে হাসি ফুটেছে ওই মানুষগুলোর।

অতিমারীর সময় পথ শিশুদের সমস্যা আরও বাড়তে পারে ঠান্ডা লেগে। তাই গিফট হিসাবে কম্বল তুলে দিলেন স্যান্টা। “একটি প্রযোজনা” নাটকের দলের কুশীলবরা নিজেরাই স্যান্টা সেজে কলকাতার বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ করেন। “একটি প্রযোজনা”র কর্ণধার ভাস্কর পাল জানিয়েছেন, ‘করোনা আবহে পথ শিশুদের সুরক্ষা দরকার বেশি। ঠান্ডার সময় সাধারণ সর্দি জ্বর বেশি ভোগাতে পারে। করোনা আবহে তাই কম্বল তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার নির্বাচক কমিটির নয়া চেয়ারম্যান চেতন শর্মা, বাকি দুই সদস্য আবে কুরুবিল্লা ও দেবাশিস মোহান্তি

Previous articleটিম ইন্ডিয়ার নির্বাচক কমিটির নয়া চেয়ারম্যান চেতন শর্মা, বাকি দুই সদস্য আবে কুরুবিল্লা ও দেবাশিস মোহান্তি
Next articleব্রেকফাস্ট নিউজ