Sunday, January 11, 2026

অশোক ভট্টাচার্যের স্ত্রীর হাতে রিপোর্ট কার্ড তুলে দিলেন তৃণমূল জেলা সভাপতি রঞ্জন সরকার

Date:

Share post:

প্রায় এক দশকের তৃণমূল জমানায় যে ছবি শিলিগুড়ি কখনও দেখেনি, তা-ই দেখল রবিবার।

ছুটির দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে সদলবলে শিলিগুড়ির সিপিএম বিধায়ক তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের(Ashok Bhattachariya) বাড়ির দুয়ারে হাজির তৃণমূলের দার্জিলিং জেলা সমতলের সভাপতি রঞ্জন সরকার(Ranjan Sarkar)। উদ্দেশ্য, তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান সম্বলিত রিপোর্ট কার্ড অশোকবাবুর বাড়িতে দেওয়া। সেই সময়ে অশোকবাবু নিজেও ওয়ার্ডের অন্যত্র প্রচারে ছিলেন। রঞ্জনবাবুকে দেখে অশোকবাবুর স্ত্রী রত্না দেবী দরজার সামনে গেলে বাইরে দাঁড়িয়েই রিপোর্ট কার্ড তাঁর হাতে তুলে দেন রঞ্জনবাবু। পরে রঞ্জনবাবু জানান, রাজ্য সরকারের দশ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড সকলের হাতে পৌঁছে দিতেই পথে নেমেছেন তাঁরা।

শিলিগুড়ি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লির বাসিন্দা হলেন অশোকবাবু। ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কো র্অর্ডিনেটর হলেন রঞ্জনবাবু। অতীতে ভোট প্রচারে রঞ্জনবাবুকে এভাবে অশোকবাবুর বাড়িতে যেতে দেখা যায়নি। গত এক দশকের মধ্যে উত্তরবঙ্গের বাম আন্দোলনের অন্যতম স্তম্ভ অশোকবাবুর বাড়িতে তৃণমূল কিংবা কোনও বিরোধী দল প্রচারে গিয়েছেন বলে পাড়া-পড়শিরা দেখেননি। পড়শিরা অনেকেই জানান, অশোকবাবু যখন পুরমন্ত্রী ছিলেন, সে সময়ে ভোরে অথবা রাতের দিকে বিরোধী দলের কয়েকজন নেতার আনাগোনা কখনও-সখনও দেখা গিয়েছে অশোকবাবুর বাড়িতে। সে সময়ের রাজ্যের অন্যতম প্রভাবশালী মন্ত্রীর কাছে নানা কাজ করাতে ফাইল নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যেত বিরোধী দলের অনেককেই। কিন্তু, তৃণমূল ক্ষমতাসীন হওয়ার পর থেকে অশোকবাবুর বাড়িতে রাজ্যের শাসক দলের কাউকে সেভাবে দেখেননি পড়শিরা। তাই এদিন সকলেরই কৌতুহল ছিল তুঙ্গে।

অশোকবাবু অবশ্য দাবি করেন, সারা বছর তাঁরাই মানুষের দোরে দোরে থাকেন। তাঁর অভিযোগ, তৃণমূল যা করে বেড়াচ্ছে তা লোক দেখানো।

আরও পড়ুন- শিলিগুড়িতে অশোকের বাজিমাতে ব্যাকফুটে তৃণমূল-বিজেপি, কিশোর সাহার কলম

spot_img

Related articles

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য...