তৃতীয় টেস্ট (3rd test) থেকে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দিচ্ছেন ডেভিড ওয়ার্নার (David Warner) এবং উইল পুকোভস্কি (will pucovski) । চোটের কারনে প্রথম দুই টেস্টে দলে ছিলেন না তারা। সব কিছু ঠিক ঠাক থাকলে তৃতীয় টেস্ট থেকেই মাঠে নেমে পড়বেন এই অজি দুই ক্রিকেটার।

প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টে ভারতের (india) কাছে হারে অস্ট্রেলিয়া ( Australia )। দলে ওয়ার্নারের অনুপস্থিতি টের পায় অজি ব্রিগেড। দুই টেস্টে ব্যর্থ দলের ওপেনিং ব্যাটিং লাইন-আপ। তবে তৃতীয় টেস্টে ওয়ার্নার আসায় যে শক্তি বাড়াবে টিম অস্ট্রেলিয়া তা ভালই জানেন অজি অধিনায়ক টিম পেন।

ওয়ার্নার প্রসঙ্গে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক ট্রেভর বলছেন, “চোট থেকে ফিরে দারুণ উন্নতি করেছে ওয়ার্নার। এখনও তৃতীয় টেস্টের জন্য হাতে সময় আছে। ওয়ার্নার যাতে খেলতে পারে তার সব রকম চেস্টাই করব আমরা।”

আরও পড়ুন:টিম ইন্ডিয়ার প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়, বিগ বি