Monday, November 10, 2025

৬ মাসের জন্য ফের নাগাল্যান্ডকে অশান্ত এলাকা হিসেবে ঘোষণা করল কেন্দ্র

Date:

Share post:

দ্বিতীয় দফায় ফের একবার উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ডকে(Nagaland) অশান্ত এলাকা হিসেবে ঘোষণা করল ভারত সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের(Home ministry) তরফে নতুন করে এক বিবৃতি জারি করা হয়। যেখানে জানানো হয়, নাগাল্যান্ডের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। যার জেরে আগামী ছয় মাসের জন্য এই এলাকা অশান্ত এলাকা হিসেবে বিবেচনা করা হবে।

বুধবার এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতি পেশ করে জানানো হয়েছে, গোটা নাগাল্যান্ডের পরিস্থিতি বর্তমানে উদ্বেগজনক ও হিংসাত্মক ফলে সেখানকার সাধারণ মানুষের সাহায্য ও সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে ওই এলাকায় সশস্ত্র বাহিনী মোতায়েন করার প্রয়োজন হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে হাজার ১৯৫৮ সালের সশস্ত্র বল আইন অনুযায়ী ওই এলাকায় ধারা ৩ লাগু করা হচ্ছে এবং আগামী ৩০ ডিসেম্বর ২০২০ থেকে ছয় মাসের জন্য নাগাল্যান্ডকে অশান্ত এলাকা হিসেবে গণ্য করা হবে।

আরও পড়ুন:রাজ্যপালের লক্ষ্মণরেখা মানা উচিত, ধনকড়কে তোপ সুজনের

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই অশান্ত নাগাল্যান্ড। গত জুন মাসে সেখানকার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল আর এন রবি। তিনি লেখেন, রাজ্যের প্রায় হাফ ডজন সশস্ত্র দল সরকারের বৈধতা চ্যালেঞ্জ করছে যেসব সাধারণ নাগরিক দেশের আইনকানুন পালন করছেন তাদের সঙ্গে হিংসাত্মক আচরণ করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ অত্যন্ত ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। রাজ্যপালের এহেন পত্র স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে আসার পর গোটা পরিস্থিতি বিবেচনা করে ৩০ জুন থেকে ছয় মাসের জন্য এই রাজ্যকে অশান্ত এলাকা হিসেবে ঘোষণা করে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় দফায় ফের নাগাল্যান্ডকে অশান্ত এলাকা হিসেবে ঘোষণা করা হলো।

spot_img

Related articles

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...

চেন্নাই ছেড়ে দিচ্ছে জাদেজাকে! জল্পনার মধ্যেই উধাও ইনস্টাগ্রাম প্রোফাইলও

আগামী ১৫ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction 2026) হতে পারে। গত বছরই মেগা নিলাম হয়েছে। ফলে সব...

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...