Saturday, January 10, 2026

৮০ বছরের ন্যান্সি পেলোসি ফের মার্কিন স্পিকার পদে নির্বাচিত

Date:

Share post:

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক ন্যান্সি পেলোসি (nancy pelosi) ফের মার্কিন স্পিকার (US speaker) পদে নির্বাচিত হলেন। যদিও এবার প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর জয় নিয়ে অনিশ্চয়তা ছিল। অবশেষে তিনিই জেতেন। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার পদে ফের নির্বাচিত হন ৮০ বছরের ডেমোক্র্যাট নেত্রী ন্যান্সি পেলোসি। রবিবার স্পিকার পদে ভোটাভুটি হয়। প্রতিপক্ষ প্রার্থী রিপাবলিকান পার্টির কেভিন ম্যাককার্থিকে মাত্র ৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন পেলোসি। সেইসঙ্গে চতুর্থবারের মতো স্পিকার পদে নির্বাচিত হয়েছেন এই প্রবীণ রাজনৈতিক নেত্রী। পেলোসি পেয়েছেন ২১৬ ভোট। অন্যদিকে তাঁর প্রতিপক্ষ রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি পেয়েছেন ২০৯ ভোট।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ন্যান্সি পেলোসিকে এবারের ভোটে নিজের দলের সাংসদদেরই বিরোধিতার মুখে পড়তে হয়েছে। ডেমোক্র্যাটিক পার্টির ৫ সাংসদ তাঁকে সমর্থন করেননি। তার মধ্যে দুই জন পদে নেই এমন দুই আইন প্রণেতাকে ভোট দেন এবং অন্য তিনজন শুধু ‘উপস্থিত’ পদে ভোট দিয়েছেন। হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ৪৩৫ জন সদস্য হলেও রবিবার ৪২৭ জন ভোট দিয়েছেন। কয়েকজন নবনির্বাচিত কংগ্রেসম্যান করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টাইনে থাকার ফলে ভোটাভুটিতে অংশ নিতে পারেননি। হাড্ডাহাড্ডি লড়াই জিতে পেলোসি বলেন, মার্কিন মুলুকের ইতিহাসে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন অত্যন্ত গর্বের বিষয়। তবে আমরা এমন এক সময়ে নতুন কংগ্রেস শুরু করেছি যা ভীষণ কঠিন। গত ৯ মাস ধরে প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে সমগ্র জাতিকে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই বিশ্ব মহামারি মোকাবিলাই যে এই সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তা উল্লেখ করেন ন্যান্সি পেলোসি।

আরও পড়ুন-কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন, করোনা রোধে কোনটি বেশি কার্যকরী?

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...