Friday, December 26, 2025

সঙ্কটে বিভূতিভূষণের ‘আরণ্যক’, দ্বন্দ্ব শাসকদলের অন্দরেই

Date:

Share post:

বারাকপুর পুরসভার অন্তর্গত সুকান্ত সদনের কাছে বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের (Bidhutibhusan Bandopadhyay) স্মৃতি বিজড়িত বাড়ি ‘আরণ্যক’। তবে সে বাড়ি এখন সঙ্কটে। কারণ তার পাশেই তৈরি হচ্ছে বিশাল শপিং মল (Shopping Mall)। আর তার জেরে বিধ্বস্ত হচ্ছে এই প্রাচীন বাড়িটি। আর তা নিয়েই তৃণমূলের (Tmc) অন্দরে দেখা দিয়েছে দ্বন্দ্ব।

‘আরণ্যক’-এর গা ঘেঁষে তৈরি হচ্ছে শপিং মল। অভিযোগ, সেই শপিংমলের অনুমতি একক ইচ্ছেতে দিয়েছেন ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান তথা বর্তমান পুর প্রশাসক উত্তম দাস (Uttam Das)। এ বিষয়ে পুরসভার তৎকালীন কাউন্সিলরদের সঙ্গে কোন আলোচনাই করেননি তিনি। অথচ এই শপিং মলের কারণে বিভূতিভূষণের বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকাবাসী উত্তম দাসের উপর ক্ষুব্ধ। আর তার দায় পড়ছে তৃণমূলের ওপরেও। কিন্তু প্রশাসক মণ্ডলীর সদস্য শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়-(Shubhrakanti Benarjee) সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের মতে, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। উত্তম দাস নিজের ক্ষমতার জোরে এই শপিংমলের অনুমতি দিয়েছেন। অথচ এখন তার কাজের দায়ভার এসে পড়ছে দলের ওপর।

শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলা সাহিত্য-শিল্পের একজন একনিষ্ঠ পৃষ্ঠপোষক। বিভূতিভূষণের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে জেনেও তিনি চুপ করে থাকবেন এমন মানুষ তিনি নন। কিন্তু উত্তম দাসের এই কাজের জন্য তাঁর ভাবমূর্তিও ক্ষুন্ন হচ্ছে। এ নিয়ে দলের মনোভাব জানাতে বিভূতিভূষণের বাড়ি গিয়ে তাঁর পুত্রবধু সঙ্গীতশিল্পী
মিত্রা বন্দ্যোপাধ্যায়ের (Mitra Benarjee) সঙ্গে দেখা করেন শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তাঁরা অত্যন্ত মর্মাহত এবং শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে অবগত করবেন সেই আশ্বাস দিয়ে আসেন শুভ্রকান্তি।

এদিকে, বিরোধীরা প্রশ্ন তুলছে যখন দলেই এই কাজের সমর্থন নেই, তখন কীসের ভরসায় উত্তম দাস এই শপিং মলের অনুমতি দিলেন? তাহলে কি এখানে অন্য লেনদেনের খেলা রয়েছে? যদিও এ বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেননি উত্তম দাসের বিরোধী গোষ্ঠী।

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেআইনি পথেই এই শপিং মলের অনুমতি দিয়েছেন উত্তম দাস। তবে উত্তম দাস জানিয়েছেন, শপিং মলের কাজ শেষ হলেই বিভূতিভূষণের বাড়ির পাঁচিল তৈরি করে দেওয়া হবে। তবে বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ মানতে নারাজ তিনি। এখন বিশিষ্ট সাহিত্যিক স্মৃতিবিজড়িত বাড়ি কীভাবে বাঁচানো যায় তা নিয়ে চিন্তিত সকলে।

 

spot_img

Related articles

তারেক কাস্ত্রো-চে-ম্যান্ডেলা-মার্টিন লুথার নন: প্রথম বক্তৃতায় স্মরণ করিয়ে দিলেন তসলিমা

মার্টিন লুথার কিং-এর বৈপ্লিবিক স্টাইলে প্রথম বক্তৃতা দিয়ে তার লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি-র...

শুনানি পর্ব শুরুর আগে রাজ্যে ৩ নাগরিক মৃত্যু: কাজের চাপে ১ BLO-র মৃত্যুর অভিযোগ

নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু করার পর থেকেই রাজ্যের মানুষের মধ্যে আতঙ্ক জারি। শুক্রবার পর্যন্ত বিভিন্নভাবে ভোটার থেকে...

অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশে ২৯০০ সংখ্যালঘু-হামলার ঘটনা: তোপ দাগল ভারত

নির্বাচন আসন্ন। তার মধ্যেই খুন নির্বাচনের প্রার্থী তথা বাংলাদেশের জনপ্রিয় নেতা ওসমান হাদি। খোদ হাদির পরিবার এর পরে...

কমিশনের শুনানি শনি থেকে: শুধু আধারকে নথি মানছে না EC

সুপ্রিম কোর্টের চাপে আধারকার্ডকে দলের অতিরিক্ত খেলোয়াড়ের মতো দলের তালিকায় নাম রেখেছে নির্বাচন কমিশন। তবে সেই অতিরিক্ত খেলোয়াড়কে...