ক্ষতিগ্রস্থদের সব দায়িত্ব নিচ্ছে সরকার, বাগবাজার বস্তিতে এসে আশ্বাস মুখ্যমন্ত্রীর

বাগবাজারে (Bagbazar) অগ্নিকাণ্ডে (Fire) ক্ষতিগ্রস্ত, সর্বশান্ত বস্তিবাদীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, বৃহস্পতিবার বাগবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেখানকার গৃহহারা হাজারি বস্তি এলাকার প্রায় ৭০০ মানুষের অন্ন, বস্ত্র ও বাসস্থানের দায়িত্ব নিলেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানান, আগুনে ভস্মীভূত ১৫০টি পরিবারের সব বাড়িগুলি পুণরায় নির্মাণ করে দেবে রাজ্য সরকার। যতদিন না বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হচ্ছে, ততদিন সকলকে থাকা, খাওয়া এবং পোশাকেরও ব্যবস্থা করা হবে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, আজ এবং কাল দু-দিন এলাকা পরিস্কারের কাজ হবে। এবং যত শীঘ্র সম্ভব আগের অবস্থাতেই বাসিন্দাদে থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য পুরসভাকে বলা হয়েছে। তিনি বলেছেন, “চিন্তার কোনও কারণ নেই। সব আগের মতো করে দেওয়া হবে।” বাসিন্দাদের অবিলম্বে ৫ কেজি চাল-ডাল- আলু, বিস্কুট দেওয়ারও নির্দেশ দিয়েছেন মমতা। পুরুষ, মহিলা এবং শিশুদের জামাকাপড়, কম্বলও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বাগবাজারের উইমেন্স কলেজের ফাঁকা ক্লাসরুমেই আপাতত বস্তিবাসীদের থাকার ব্যবস্থা করা হবে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন ঘটনাস্থলে যান কলকাতার পুরপ্রশাসক ও মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজা, অতীন ঘোষ, পুলিশ কমিশনার সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। মুখ্যমন্ত্রী এদিন ফিরহাদ হাকিম ও শশী পাঁজাকে পুরো বিষয়টি তদারকির দায়িত্ব দিয়েছেন।

আরও পড়ুন:করোনা-যোদ্ধাদের সম্মান জানাতে কলকাতায় গড়ে উঠবে মিউজিয়াম

Advt